আল্লাহর ৯৯ নামের ফজিলত বাংলা অর্থসহ আজকের আলোচনার বিষয়বস্তু । তবে তার আগে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সকলে ভালো আছেন ।
আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের পরিচয়ের জন্য আমাদের নামের একটি সুন্দর ব্যবস্থা তিনি করেছেন আমাদের প্রত্যেকের আলাদা আলাদা নাম রয়েছে যার মাধ্যমে আমরা একে অপরের সাথে পরিচিত হতে পারি। আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে পারি।
আমরা অনেকেই জানি আল্লাহ তায়ালার ৯৯ টি নাম রয়েছে এবং সে নাম গুলোর অনেক ফজিলত রয়েছে কিন্তু আমরা সেই নামগুলো জানিনা বা মুখস্ত নেই এবং সে নাম গুলো র অর্থ জানি না। আজকে আমরা আলোচনা করব আল্লাহ তাআলার ৯৯ টি নামের ফজিলত বাংলা অর্থসহ ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তায়ালার নাম গুলোর ব্যাপারে কি বলেছেন। এবং এই নামগুলো মুখস্থ রাখলে কি পুরস্কার রয়েছে। আশা করি শেষ পর্যন্ত পড়বেন তাহলে আল্লাহ তায়ালার নাম এবং এর অর্থ জানতে পারবেন।
আল্লাহর ৯৯ টি নামের ফজিলত বাংলা অর্থসহ
আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এরশাদ করেছেন।
وَ لِلّٰهِ الْاَسْمَآءُ الْحُسْنٰى فَادْعُوْهُ بِهَا١۪
ভাল নামগুলো আল্লাহর জন্য নির্ধারিত। সুতরাং ভাল নামেই তাঁকে ডাকো ।
(৭: আল-আরাফ,:আয়াত: ১৮০,)
আল্লাহর ৯৯ টি নামের ফজিলত সম্পর্কে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন।
عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ” إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمَا مِائَةً إِلاَّ وَاحِدًا مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ
আল্লাহর রসূল (সা.) বলেছেন, আল্লাহর নিরানববই অর্থাৎ এক কম একশ’টি নাম রয়েছে, যে ব্যক্তি তা মনে রাখবে সে জান্নাতে প্রবেশ করবে। [সহীহ বুখারী: ২৭৩৬]
আল্লাহর ৯৯ টি নামের ফজিলত বাংলা অর্থসহ
আল্লাহর নাম সমূহ
—
اَللَّهُ ﴿۱﴾الرَّحْمَنُ﴿۲﴾ الرَّحِيمُ ﴿۳﴾المَلِكُۙ ﴿۴﴾القُدُّوسُ ﴿۵﴾السَّلَامُ ﴿۶﴾المُؤْمِنُ﴿۷﴾ المُهَيْمِنُ ﴿۸﴾العَزِيزُ ﴿۹﴾الجَبَّارُ ﴿۱۰﴾المُتَكَبِّرُ﴿۱۱﴾ الخَالِقُ ﴿۱۲﴾البَارِىءُ﴿۱۳﴾ المُصَوِّرُ﴿۱۴﴾ الغَفَّارُ ﴿۱۵﴾القَهَّارُ ﴿۱۶﴾الوَهَّابُ ﴿۱۷﴾الرَّزَّاقُ ﴿۱۸﴾الفَتَّاحُ ﴿۱۹﴾ العَلِيمُ﴿۲۰﴾ القَابِضُ ﴿۲۱﴾ البَاسِطُ ﴿۲۲﴾ الخَافِضُ ﴿۲۳﴾ الرَّافِعُ ﴿۲۴﴾ المُعِزُّ ﴿۲۵﴾المُذِلُّ﴿۲ ۶﴾ السَّمِيعُ ﴿۲۷﴾البَصِيرُ ﴿۲۸﴾ الحَكَمُ ﴿۲۹﴾العَدْلُ﴿۳۰﴾ اللَّطِيفُ ﴿۳۱﴾ الخَبِيرُ ﴿۳۲﴾ الحَلِيمُ ﴿۳۳﴾ العَظِيمُ ﴿۳۴﴾ الغَفُورُ ﴿۳۵﴾ الشَّكُورُ ﴿۳۶﴾العَلِيُّ ﴿۳۷﴾ الكَبِيرُ ﴿۳۸﴾ الحَفِيظُ﴿۳۹ ﴾ المُقِيتُ﴿۴۰﴾ الحَسِيبُ﴿۴۱﴾ الجَلِيلُ ﴿۴۲﴾الكَرِيمُ ﴿۴۳﴾ الرَّقِيبُ﴿۴۴﴾ المُجِيبُ ﴿۴۵﴾ الوَاسِعُ ﴿۴۶﴾الحَكِيمُ ﴿۴۷﴾الوَدُودُ ﴿۴۸﴾المَجِيدُ ﴿۴۹﴾ البَاعِثُ ﴿۵۰﴾ الشَّهِيدُ ﴿۵۱﴾الحَقُّ﴿۵۲﴾ الوَكِيلُ ﴿۵۳﴾ القَوِيُّ﴿۵۴﴾ المَتِينُ﴿۵۵﴾ الوَلِيُّ﴿۵۶﴾ الحَمِيدُ ﴿۵۷﴾المُحْصِي﴿۵۸﴾ المُبْدِىءُ ﴿۵۹﴾ المُعِيدُ ﴿۶۰﴾المُحْيِي ﴿۶۱﴾المُمِيتُ ﴿۶۲﴾الحَيُّ ﴿۶۳﴾القَيُّومُ﴿۶۴﴾ الوَاجِدُ ﴿۶۵﴾ المَاجِدُ﴿۶۶﴾الوَاحِدُ ﴿۶۷﴾ الصَّمَدُ﴿۶۸﴾ القَادِرُ ﴿۶۹﴾المُقْتَدِرُ ﴿۷۰﴾ المُقَدِّمُ ﴿۷۱﴾المُؤَخِّرُ ﴿۷۲﴾الأَوَّلُ ﴿۷۳﴾ الآخِرُ ﴿۷۴﴾الظَّاهِرُ ﴿۷۵﴾ البَاطِنُ﴿۷۶﴾ الوَالِي﴿۷۷﴾ المُتَعَالِ﴿۷۸﴾ البَرُّ ﴿۷۹﴾التَّوَّابُ ﴿۸۰﴾ المُنْتَقِمُ﴿۸۱﴾ العَفُوُّ ﴿۸۲﴾ الرَّءُوفُ ﴿۸۳﴾مَالِكُ المُلْكِ ﴿۸۴﴾ذُو الجَلَالِ وَالإِكْرَامِ ﴿۸۵﴾ المُقْسِطُ﴿۸۶﴾ الجَامِعُ﴿۸۷﴾ الغَنِيُّ﴿۸۸﴾المُغْنِيُّ ﴿۸۹﴾ المَانِعُ﴿۹۰﴾ الضَّارُ ﴿۹۱﴾النَّافِعُ﴿۹۲﴾ النُّورُ ﴿۹۳﴾الهَادِي﴿۹۴﴾البَدِيعُ﴿۹۵﴾ البَاقِي ﴿۹۷﴾الوَارِثُ ﴿۹۶﴾الرَّشِيدُ﴿۹۸﴾ الصَّبُورُ﴿۹۹﴾
আল্লাহর ৯৯ টি নামের ফজিলত বাংলা অর্থসহ
ভাবানুবাদ:
- (১)আল্লাহ
- (২)পরম দয়ালু,
- (৩)অতিশয়-মেহেরবান,
- (৪)সর্বকর্তৃত্বময়,
- (৫)নিষ্কলুষ, অতি পবিত্র,
- (৬)নিরাপত্তা-দানকারী, শান্তি-দানকারী,
- (৭)নিরাপত্তা ও ঈমান দানকারী,
- (৮)পরিপূর্ন রক্ষণাবেক্ষণকারী,
- (৯)পরাক্রমশালী, অপরাজেয়
- (১০)দুর্নিবার
- (১১)নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী,
- (১২)সৃষ্টিকর্তা,
- (১৩)সঠিকভাবে সৃষ্টিকারী
- (১৪)আকৃতি-দানকারী
- (১৫)পরম ক্ষমাশীল
- (১৬)কঠোর,
- (১৭)সবকিছুদানকারী
- (১৮)রিযিকদাতা
- (১৯)বিজয়দানকারী,
- (২০)সর্বজ্ঞ,
- (২১)সংকীর্ণকারী,
- (২২)প্রশস্তকারী,
- (২৩)অবনতকারী কাফির ও মুশরিকদের
- (২৪)উন্নতকারী,
- (২৫) সম্মান-দানকারী,
- (২৬),(অবিশ্বাসীদের) বেইজ্জতকারী,
- (২৭)সর্বশ্রোতা,
- (২৮)সর্ববিষয়-দর্শনকারী,
- (২৯)অটল বিচারক
- (৩০)পরিপূর্ণ-ন্যায়বিচারক,
- (৩১)সকল-গোপন-বিষয়ে-অবগত
- (৩২)সকল ব্যাপারে জ্ঞাত
- (৩৩)অত্যন্ত ধৈর্যশীল,
- (৩৪)সর্বোচ্চ-মর্যাদাশীল
- (৩৫)পরম ক্ষমাশীল
- (৩৬)গুনগ্রাহী
- (৩৭)উচ্চ-মর্যাদাশীল
- (৩৮)সুমহান,
- (৩৯)সংরক্ষণকারী
- (৪০)সকলের জীবনোপকরণ-দানকারী,
- (৪১)হিসাব-গ্রহণকারী
- (৪২)পরম মর্যাদার অধিকারী
- (৪৩)সুমহান দাতা,
- (৪৪)তত্ত্বাবধায়ক
- (৪৫)জবাব-দানকারী, কবুলকারী
- (৪৬)সর্ব-ব্যাপী, সর্বত্র-বিরাজমান,
- (৪৭)পরম-প্রজ্ঞাময়,
- (৪৮) (বান্দাদের প্রতি) সদয়
- (৪৯)সকল-মর্যাদার-অধিকারী,
- (৫০)পুনুরুজ্জীবিতকারী,
- (৫১)সর্বজ্ঞ-স্বাক্ষ
- (৫২)পরম সত্য,
- (৫৩)পরম নির্ভরযোগ্য কর্ম-সম্পাদনকারী
- (৫৪)পরম-শক্তির-অধিকারী
- (৫৫)সুদৃঢ়,
- (৫৬)অভিভাবক ও সাহায্যকারী,
- (৫৭)সকল প্রশংসার অধিকারী
- (৫৮)সকল সৃষ্টির ব্যপারে অবগত
- (৫৯)প্রথমবার-সৃষ্টিকর্তা,
- (৬০)পুনরায়-সৃষ্টিকর্তা
- (৬১)জীবন-দানকারী
- (৬২)মৃত্যু-দানকারী
- (৬৩)চিরঞ্জীব,
- (৬৪)সমস্তকিছুর ধারক ও সংরক্ষণকারী,
- (৬৫)অফুরন্ত ভান্ডারের অধিকারী,
- (৬৬)শ্রেষ্ঠত্বের অধিকারী,
- (৬৭)এক ও অদ্বিতীয়,
- (৬৮)অমুখাপেক্ষী
- (৬৯)সর্বশক্তিমান
- (৭০)নিরঙ্কুশ-সিদ্বান্তের অধিকারী
- (৭১)অগ্রসারক,
- (৭২)অবকাশ দানকারী
- (৭৩)অনাদি,
- (৭৪)অনন্ত, সর্বশেষ,
- (৭৫)সম্পূর্নরূপে-প্রকাশিত,
- (৭৬)দৃষ্টি হতে অদৃশ্য,
- (৭৭)সমস্তকিছুর-অভিভাবক,
- (৭৮)সৃষ্টির গুনাবলীর উর্দ্ধে,
- (৭৯)পরম-উপকারী, অণুগ্রহশীল
- (৮০)তাওবার তাওফিক দানকারী এবং কবুলকারী
- (৮১)প্রতিশোধ-গ্রহণকারী,
- (৮২)পরম-উদার
- (৮৩)পরম-স্নেহশীল,
- (৮৪)সমগ্র জগতের বাদশাহ্,
- (৮৫)হকদারের হক আদায়কারী,
- (৮৬)একত্রকারী,সমবেতকারী
- (৮৭)অমুখাপেক্ষী ধনী,
- (৮৯)পরম-অভাবমোচনকারী,
- (৯০)অকল্যাণরোধক,
- (৯১)ক্ষতিসাধনকারী,
- (৯২)কল্যাণকারী
- (৯৩)পরম-আলো
- (৯৪)পথ-প্রদর্শক,
- (৯৫)অতুলনীয়
- (৯৬)চিরস্থায়ী, অবিনশ্বর
- (৯৭)উত্তরাধিকারী,
- (৯৮)সঠিক পথ-প্রদর্শক
- (৯৯)অত্যধিক ধৈর্যধারণকারী।
আল্লাহর ৯৯ টি নামের ফজিলত বাংলা অর্থসহ
উপকারিতা:
১। আল্লাহ তার উত্তম নাম সমূহ ধরে ডাকতে বলেছে। [সূরা আরাফ:১৮০]
২।
عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ” إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمَا مِائَةً إِلاَّ وَاحِدًا مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ
আল্লাহর রসূল (সা.) বলেছেন, আল্লাহর নিরানববই অর্থাৎ এক কম একশ’টি নাম রয়েছে, যে ব্যক্তি তা মনে রাখবে সে জান্নাতে প্রবেশ করবে। [সহীহ বুখারী: ২৭৩৬]
আল্লাহর ৯৯ টি নামের ফজিলত বাংলা অর্থসহ শেষ কথা
আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সুন্দর সুন্দর নামে তাকে ডাকার মত তৌফিক দান করুন আমীন।