স্ত্রী সহবাসের নিয়ম লজ্জা নয় জানতে হবে

স্ত্রী সহবাসের নিয়ম /  সহবাসের আগে ও পরে করনীয় /  সহবাসের উত্তম সময়

আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবে স্ত্রীর সহবাসের নিয়ম, সহবাসের আগে  ও  পরে করণীয়  কি এবং সহবাসের উত্তম সময় । এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব।

প্রিয় পাঠক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব স্ত্রীর সহবাসের নিয়ম সহবাসের আগে ও পরে করনীয় কি সহবাস এর উত্তম সময় প্রত্যেকটি নারী-পুরুষদের জানা খুবই জরুরী। তাই আপনারা চলুন নিচে উল্লেখিত বিষয়গুলো জেনে নেই এই তথ্যগুলো সম্পর্কে।

 সূচিপত্রঃ

  • স্ত্রী সহবাসের নিয়ম জেনে নিন
  •  সহবাসের আগে ও পরে করনীয় কি জেনে নিন
  •  সহবাসের পরে যা হয় করণীয় কি জেনে নিন
  •  সহবাসের উত্তম সময় জেনে নিন
  •  স্ত্রীর স্তন মুখে নেওয়া যাবে কি জেনে নিন

 

 স্ত্রী সহবাসের নিয়মঃ

স্ত্রী সহবাসের ইসলামের যা নিয়ম রয়েছে সেই নিয়ম নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো। স্ত্রীর সহবাসের অনেক নিয়ম রয়েছে কিন্তু আমি এখানে শুধু ইসলামের নিয়ম গুলি আলোচনা করো।

  • স্ত্রীর সহবাসের সময় নিয়ত করা
  • স্ত্রী সহবাসের সময় আদর সোহাগ করা
  • স্ত্রী সহবাসের সময় সহবাসের পজিশন করা
  • স্ত্রীর সহবাসের শুরুতে যে দোয়া পড়তে হয় সেটা জেনে নিন
  • স্ত্রী সহবাস কিভাবে করলে হারাম হবে
  • এবং স্ত্রীর সহবাসের  নিষিদ্ধ সময় জেনে নিন

 

স্ত্রীর সহবাসের নিয়ত করাঃ

ইসলামের বিধি-বিধান এবং আরবিতে বলা হয় স্ত্রীর সহবাসের নিয়ম মনে মনে পড়তে হয়।

স্ত্রী সহবাসের সময় আদর সোহাগ করাঃ

মহান আল্লাহ তা’আলা স্ত্রীর সহবাসকে পবিত্র করে দিয়েছেন। ইসলামে সহবাসের সময় স্বামী-স্ত্রী একে অপরকে আদর করার কথা বলা হয়েছে ।  হাদিসে এই আদর আদর সোহাগ এর ব্যাপারে উৎসাহিত করা হয়।

স্বামী স্ত্রীর যৌন মিলনকে মধুর করতে যত উপায় আছে সবগুলো উপায় অবলম্বন করতে হবে। প্রচুর পরিমাণে স্ত্রীকে আদর করা এবং স্ত্রী কি স্বামীকে প্রচুর পরিমাণে আদর করা এটা হাদীসে রয়েছে এবং মহান আল্লাহ খুশি হন। দুজন দুজনকে যখন আদর সোহাগ করবে তখন মিলনের জন্য আগ্রহী করে তুলতে সাহায্য করবে।

স্ত্রী সহবাসের শুরুতে দোয়া করা । স্ত্রী সহবাসের নিয়ম

স্ত্রী সহবাসের সময় শয়তানরা অনেক ভাবেই হামলা করে থাকেন এবং বিরক্ত করে থাকেন এজন্য আপনাকে অবশ্যই স্ত্রী সহবাসের দোয়া পড়তে হবে।  শয়তানের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই স্ত্রী সহবাসের দোয়া অবশ্যই পড়তে হবে। তাই আমরা চেষ্টা করব এটা পালন করার জন্য।

স্ত্রী সহবাসের আগে ও পরে করনীয় কি জেনে নিনঃ

  • স্ত্রী সহবাসের আগে স্বামীর কিছু কর্তব্য রয়েছে যা আপনার সহবাসকে আগে তৃপ্তি দিতে হবে।  সেসব বিষয় গুলো আপনাদের সঙ্গে আলোচনা করব।

 

কর্তব্যঃ

  • নিজের তৃপ্তির সঙ্গে সঙ্গে তাকেও দৈহিক ও মানসিক তৃপ্তি দিতে হবে। নিজের কামনা পরিতৃপ্ত করাই একমাত্র লক্ষ্য  হওয়া যাবে না।
  • চুম্বন আলিঙ্গন নিউরন ইত্যাদি নানাভাবে স্ত্রীর মনে পূর্ণ জাগে তারপর তার সঙ্গে মিলনের রত হওয়া প্রতিটি পুরুষের কর্তব্য।
  • একথা আপনাকে মনে রাখতে হবে যে, কোন প্রকার বল প্রয়োগ করা আদৌ বাঞ্ছনীয় নয়।
  • প্রত্যেকটি মহিলাদের উচিত এবং কর্তব্য  সর্বদা শ্রদ্ধা ভালোবাসা ছড়িয়ে দেওয়া।
  • মহিলাদের ধীরে ধীরে আত্ম-সমর্পণ না করা পর্যন্ত তার সঙ্গে কখনো মিলনের তৃপ্তি হওয়া উচিত না।
  •  মহিলা কখনো নিজের যৌন উত্তেজনাকে মুখে প্রকাশ করেন না।  তবে অনেক অনেকটা লক্ষ দেখে পুরুষদের বুঝে নিতে হয়।
  • মহিলার কর্তব্য তার স্বামীর চুম্বন আলিঙ্গনের প্রতিউত্তর দেওয়া।
  •  প্রতি ঘৃণা করা তাকে নানা কু-কথা ইত্যাদি বলা ঠিক না। আপনি যদি মিলনের অমত থাকেন সেক্ষেত্রে তাকে বুঝিয়ে বলতে হবে। কখনো ঘৃণা বা বিরক্তি না হয়ে তাকে বুঝিয়ে বলার চেষ্টা করবেন।

 

ইসলামের বিধি-বিধান এ সহবাসের পজিশনঃ

পবিত্র কুরআনে মহান রব্বুল আলামীন বলেছেনঃঃ 

نِسَآؤُکُمۡ حَرۡثٌ لَّکُمۡ ۪ فَاۡتُوۡا حَرۡثَکُمۡ اَنّٰی شِئۡتُمۡ ۫ وَ قَدِّمُوۡا لِاَنۡفُسِکُمۡ ؕ وَ اتَّقُوا اللّٰہَ وَ اعۡلَمُوۡۤا اَنَّکُمۡ مُّلٰقُوۡہُ ؕ وَ بَشِّرِ الۡمُؤۡمِنِیۡنَ 

অর্থ- তোমাদের স্ত্রী তোমাদের ফসলক্ষেত্র। সুতরাং তোমরা তোমাদের ফসলক্ষেত্রে গমন কর, যেভাবে চাও। আর তোমরা নিজদের কল্যাণে উত্তম কাজ সামনে পাঠাও। আর আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং জেনে রাখ, নিশ্চয় তোমরা তাঁর সাথে সাক্ষাৎ করবে । আর মুমিনদেরকে সুসংবাদ দাও। (  সূরা বাক্বারা-২২৩) 

সহবাসের পদ্ধতি সম্পর্কে সরাসরি কোন বিধি নিষেধ নেই। দাঁড়িয়ে, বসে, শুয়ে, কাত হয়ে, সামনে থেকে, পিছন থেকে যেভাবে ইচ্ছা সেভাবে সহবাস করা যাবে। তবে শর্ত হচ্ছে তা যৌনিপথে করতে হবে। কিছু বর্ণনায় স্বামী উপরে আর স্ত্রীকে নিচে থাকার কথা বলা হয়েছে। ইহা সুবিধাজনক ও প্রশান্তিদায়ক এবং উত্তম। তবে বাধ্যতামূলক নয়। আর স্ত্রী যদি উপরে থাকে আর স্বামী যদি নিচে থাকে এতে গুনাহের কিছু নেই। কিন্তু সতর্ক থাকতে হবে এই পজিশনে বীর্যপাত হলে বীর্য আটকে কষ্টের কারণ হতে পারে।

পজিশনের কারণে সন্তান বিকলাঙ্গ হবে এ কথা ভিত্তিহীন। এ কথার ইসলামী শরিয়তে এবং বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই।

স্ত্রী সহবাস কিভাবে করলে হারাম হয়ঃ

হাদীসে রয়েছে, যে ব্যক্তি মলদ্বারে সঙ্গম করে আল্লাহ তার দিকে দয়ার দৃষ্টিতে তাকায় না। ইসলামে স্ত্রীর সাথে সহবাস করা খুবই খুবই হারাম কাজ। স্ত্রী সহবাসের সময় যদি পায়ুপথ দিয়ে সহবাস করেন সেক্ষেত্রে গুনাহ হতে পারে। এজন্য আপনাকে তওবা করতে হবে।  আপনি যদি বায়ুপথে স্ত্রীর সহবাস করেন সেক্ষেত্রে আপনার মারাত্মক রোগ হতে পারে তাই এ হারাম কাজ থেকে বিরত থাকুন।

স্ত্রী সহবাসের নিষিদ্ধ সময়। স্ত্রী সহবাসের নিয়ম

  • স্ত্রী যদি গর্ভবতী  40 দিন সময় পর্যন্ত সহবাস করা উচিত না
  • রোজা রেখে সহবাস করা উত্তম না
  • আপনার স্ত্রীর পিরিয়ড হয় সে ক্ষেত্রে সহবাস করা উচিত না
  • হজের ইহরাম বাঁধা অবস্থায় সহবাস করা  উচিত নয়
  • এতেকাফের সময় সহবাসের উত্তম নয়

 

স্ত্রী সহবাসের পরে যা করণীয় জেনে নিন। স্ত্রী সহবাসের নিয়ম

মিলনের শক্তি বৃদ্ধি করার জন্য আপনাকে অবশ্যই সহবাসের সময় দু’জনকেই উচিত এক পোয়া গরম দুধ খাওয়া।  একরতি কেশন ও দুই তোলা মিশ্রি সংযোগে সেবন করা।  তা না হলে সহবাস করা উচিত নয় কারণ আপনার সহবাসে কিছু শক্তি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। উপরোক্ত সামগ্রিক যোগান করতে গরীব বা মধ্যবিত্ত শ্রেণীর লোকদের পক্ষে খুবই কঠিন হয়ে যায়। পুষ্টিকর খাদ্য না খেলে পুরুষ অচিরেই শক্তিহীন হয়ে পড়ে ও তার কর্মশক্তি কমে যেতে সাহায্য করে।

মিলনের সঙ্গে সঙ্গে পুরুষাঙ্গ ধৌত করলে নপুংষকতার লক্ষণ প্রকাশ দেখা দেয়। রতিক্রিয়ার কিছু সময় পরে পুরুষাঙ্গ ধৌত করা বিদেহী। মিলনের পর দেহের যত্ন নিতে হবে অবশ্যই।

সহবাসের পর দেহের কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব জেনে নিনঃ

  • স্ত্রী সহবাসের পর দু’জনের কিছুক্ষণ পরস্পর একজন আরেকজনের বুকে শুয়ে থাকলে মানসিক তৃপ্তি মিটে । প্রেম দীর্ঘস্থায়ী হ’য়ে থাকে, আস্তে আস্তে দেহ শীতল হয় ইত্যাদি॥
  • স্ত্রী সহবাসের পর সঙ্গে সঙ্গে নিজ নিজ যৌনাঙ্গ ভালভাবে  ধুয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিট দুজন দুজনের বুকে শুয়ে থাকার পর যৌনাঙ্গ ধুয়ে নিতে হবে।
  •  প্রয়োজন হলে মেনটেন্স ঔষধ সেবন করা যাবে
  •  শর্করা মিশ্রিত এক গ্লাস পানি লেবুর রস ও দুধ কিংবা শুধু ঠাণ্ডা পানি এমন কিছু খেতে পারেন। এটা খাওয়ার ফলে আপনার শরীর ভালো থাকবে।
  • সহবাসের পর ঘুমানো খুবই জরুরী । সহবাসের পর শরীর অনেক ক্লান্ত হয়ে যায় তাই ঘুমের খুবই দরকার এজন্য অবশ্যই শেষ রাতে সহবাস কর উচিত নয়।
  • রাত্রির প্রথম ও শেষ প্রহর বাদে  উপযুক্ত সময় এর কথা সর্বদা মনে রাখতে হবে।
  • সহবাসের পর অধিক রাত্রি জাগরণ অধ্যয়ন,  শোক প্রকাশ, কোন কোন বিষয় নিয়ে গভীর চিন্তা ও মানসিক কোন উত্তেজনা ভাল নয়।

সহবাসের উত্তম সময়ঃ

স্ত্রী সহবাসের উত্তম উপযুক্ত সময় জেনে নিনঃ

  • আপনি যদি স্ত্রী সহবাস করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই শেষ রাত্রে সহবাস করতে হবে। শেষরাতে খাদ্য হজম হওয়ার পর শরীর ঠিক হয় তখন যদি অন্তর্ধান কারণে সরলতা ও পবিত্রতা রক্ষা করিয়া একান্তমনে স্বামী স্ত্রীর মিলন হয় তাহাই হইল অধিকতর তৃপ্তি লাভ।
  • স্বামী স্ত্রীর জন্য কখন কোন সময় সহবাস করা দরকার সেই বিষয়ে জানা খুবই জরুরী।
  • শেষ রাতে সহবাসের স্বাস্থবান সন্তানের জন্ম হয় প্রমাণ পাওয়া যায়।  শেষ রাতে সহবাসের বাচ্চা ধার্মিক আউলিয়া দরবেশ হয়।
  • কিছু কিছু লোক রয়েছেন যারা বলে থাকে রাতের প্রথমভাগে সহবাস করা তৃপ্তিদায়ক এবং অনেকেই বলে থাকেন রাতের শেষভাগে সহবাস করা আনন্দদায়ক।
  • তবে সকলকে এ কথা মনে রাখা উচিত যে , ভরা পেটে সহবাস করা উচিত না। ভরা পেটে সহবাস করা একদমই ঠিক না। আপনি যদি ভরা পেটে সহবাস করেন সেক্ষেত্রে আপনার অনেক রোগ হতে পারে। তাই কখনো ভরা পেটে সহবাস করবেন না।
  • রাতে খাবারের অন্ততপক্ষে দুই ঘন্টা পরে মেলামেশা করা উচিত।  যদি আপনি এক ঘন্টা এবং দুই ঘণ্টার মধ্যে প্রবেশ করে থাকেন সেক্ষেত্রে এটাও ঠিক হবে না। সহবাস করতে হলে আপনাকে খাবারের দুই ঘন্টা পরে সহবাস করতে হবে। স্ত্রীদের ঋতুস্রাব হতে পাক পবিত্র হওয়ার পরে 14 থেকে 15 দিন পর্যন্ত সহবাস এর প্রবল বাসনা থাকে। ওই সময়ের মিলনের কর্মসন্ধান হয়ে থাকে।
  • সারা বিশ্বের বেশিরভাগ লোক এদের মনে একটাই প্রশ্ন যে শেষ রাতে নারীদের কাম বাসনা থাকে না। ওই সময়ে সহবাসের স্বামী-স্ত্রীর বেশি আনন্দ তৃপ্তি পেতে থাকে। দিনের বেলায় সহবাস না করে বরঞ্চ চেষ্টা করবেন রাতের বেলা সহবাস করার জন্য। রাতের অন্ধকারে মনের মত মনের তৃপ্তি মিটে আপনি সাধ মেটাতে পারবেন। ওই সময় সহবাস করলে ছেলে বাচ্চা জন্ম হয়।

 

 স্ত্রীর স্তন মুখে নেওয়া যাবে কিনা জেনে নিনঃ

স্ত্রীর স্তন মুখে নেওয়া জায়েজ কিন্তু স্বামীকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন দুধ মুখে চলে না যায়। যদি আপনার ভুলে স্ত্রীর বুকের দুধ মুখে চলে যায় সে ক্ষেত্রে সঙ্গে সঙ্গে কুলি করে ফেলুন।

ইতিমধ্যে উল্লেখিত বিষয়গুলো আলোচনা করা হয়েছে স্ত্রীর সহবাসের নিয়ম গুলো কি কি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি সকলের পোস্টটি মনোযোগ দিয়ে পড়ি তারপর নিয়ম পালন করার চেষ্টা করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *