ভাইকে বাঁচাতে বোনের লিভার দান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী কাজী জুয়েল। ২০১৯ সালে মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হন। পরবর্তীতে ভারতে গিয়ে চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে ওঠেন। তবে ২০২২ সালে নিয়মিত চেকআপের সময় আবারও ক্যান্সার শনাক্ত হয়। এই অবস্থায় ভাইকে বাঁচাতে নিজের লিভার ডোনেট করার সিদ্ধান্ত নিয়েছেন তার বোন। কাজী জুয়েলের ছোট বোন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী।

সম্প্রতি আর্থিক সহযোগিতা চেয়ে বানানো এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান ক্যান্সার আক্রান্ত জুয়েল।

ওই ভিডিও বার্তায় তিনি জানান, প্রথম অপারেশনের সময় তার লিভারের ৩৫-৪০ শতাংশ কেটে ফেলা হয়েছে। চিকিৎসকরা আগামী দুই মাসের মধ্যে তাকে লিভার ট্রান্সপ্লান্ট করাতে বলেছেন। যেটি করতে প্রায় ৪০ থেকে ৪৫ লাখ টাকার প্রয়োজন। ইতোমধ্যে ২৩ লাখ টাকা জোগাড় হয়েছে। তবে বাকি টাকা জোগার করতে হিমশিম খেতে হচ্ছে।

নিজ বিভাগের জুনিয়র-সিনিয়রদের কাছে আর্থিক সহযোগিতা চেয়ে জুয়েল জানান, আমার বাবা একজন অনসার। আমাদের পরিবারের পক্ষে ৪০-৪৫ লাখ টাকা জোগাড় করা কোনো ভাবেই সম্ভব না। তাই নিজ বিভাগের জুনিয়র এবং সিনিয়রদের কাছে কাছে অনুরোধ করবো আমার জীবন বাঁচাতে আপনারা এগিয়ে আসুন। আমাদের বিভাগের অনেক সিনিয়র ভাই-আপু আছে যারা অনেক ভালো অবস্থানে রয়েছেন তারা চাইলেই পারেন আপনাদের ছোট ভাইকে নতুন জীবন দিতে।

জুয়েলকে সহযোগিতা টাকা পাঠাতে পারেন নিম্নোক্ত একাউন্ট গুলোতেঃ

01571029990 (bkash/nagad -Jowel)
01781471213- bkash (jowel )
015710299907 (rocket -Jowel)
Dutch Bangla Bank Limited
Md. Kazi Jowel
182-157-000-2796 (savings)
Safipur SME/Agriculture Branch, Gazipur. Routing No: 090331468
Sonali Bank Limited
Md. Golam Mostafa
0216201006503 (savings)
Safipur Ansar Academy Complex Branch, Gazipur
Routing No: 200331458

 

সূত্রঃ thedailycampus.com

Rate this post

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.