বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার

বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার

টাকা ট্রান্সফারের ব্যাংকিং ব্যবস্থা

বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার বা bkash to nagad money transfer করা কি সম্ভব? বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার সম্ভব কিনা তা একটু পরে বলছি।  আপনি যদি অন্যান্য ব্যাংকিং ব্যবস্থার কথা চিন্তা করেন তাহলে আপনি যতটা সহজে লেনদেন করার কথা ভাবছেন ততটা সহজে করতে পারেন না। আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে যেটির প্রক্রিয়াটা অত্যন্ত জটিল তার সঙ্গে লেনদেনের ক্ষেত্রে আপনাকে অনেক বাধ্যবাধকতা মেনে চলতে হবে। টাকা উত্তোলনের ক্ষেত্রে আপনাকে সরাসরি ব্যাংকে যেতে হবে এবং এক জায়গা হতে অন্য জায়গায় টাকা পাঠানোর ক্ষেত্রে আপনাকে ব্যাংকে যেতে হবে।এবং যার কাছে টাকা পাঠাবেন তার কাছেও অনেক সময় পরে টাকা যাবে।

কিন্তু মোবাইল ব্যাংকিং ব্যবস্থা কে আপনি আপনার যখন ইচ্ছা তখন যেখানে ইচ্ছা সেখানে নিমিষেই এক মিনিটের ভেতরে টাকা পাঠাতে পারবেন। আপনি টাকা পাঠানোর পাশাপাশি অনেক ধরনের বিল পরিশোধ করতে পারবেন। আপনি নিজের মোবাইলে নিজে মোবাইল রিচার্জ করতে পারবেন। আরো হাজারো কারণ রয়েছে যেটির কারণে বর্তমানে দেশে প্রায় অর্ধেকের বেশি নাগরিক এই মোবাইল ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভরশীল। আজকে আমরা আলোচনা করব বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করার নিয়ম নিয়ে।

মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান

বিকাশ এবং নগদ হচ্ছে দুইটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান। বাংলাদেশের যতগুলো মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানো যায় তাদের মধ্যে বিকাশ এবং নগদ হচ্ছে সবচেয়ে বৃহত্তর এবং সফল প্রতিষ্ঠান | আমরা জানি খুব সহজে বিকাশ থেকে বিকাশে টাকা পাঠানো যায় এবং নগদ থেকে নগদ টাকা পাঠানো যায় | কিন্তু আমাদের  কখনো কখনো বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার প্রয়োজন হয় এবং নগদ থেকে বিকাশে টাকা পাঠানোর প্রয়োজন হয় | তখন এই সম্পর্কে না জানার কারণে আমরা বড় ধরনের একটা সমস্যার  সৃষ্টি হয় | কিন্তু যদি এ সম্পর্কে আমাদের ধারণা থাকে তাহলে এ ধরনের সমস্যা আমরা খুব সহজেই সমাধান করতে পারি |

টাকা ট্রান্সফার

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের এক মোবাইল থেকে অন্য মোবাইলে টাকা পাঠাতে পারি | সেই সুবিধাটি  করে দিয়েছে ব্রাক ব্যাংকের একটি প্রতিষ্ঠান বিকাশ এবং বাংলাদেশের ডাক বিভাগের ডিজিটাল লেনদেন প্রতিষ্ঠান নগদ | আমরা খুব সহজেই একটা বিকাশ একাউন্ট থেকে অন্য আরেকটা বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারি | একইভাবে আমরা নগদ একাউন্ট থেকে আরেকটা নগদ একাউন্টে খুব সহজেই টাকা টান্সফার করতে পারি | আমাদের সময় এবং শ্রম খুব ভালোভাবে বেঁচে যায় | এছাড়া সময় বেঁচে যায় | কারণ আপনার হয়তো খুব  জরুরি মুহূর্তে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানোর প্রয়োজন তখন আপনি মোবাইল ব্যাংকিং ব্যবস্থা কে ব্যবহার করতে পারেন |

বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার ব্যবস্থা

কিন্তু এখন কথা হচ্ছে বিকাশ থেকে বিকাশে টাকা পাঠানো যায় এবং নগদ থেকে নগদে টাকা পাঠানো যায় | কিন্তু যদি এমন হয় যে আপনার কাছে একটি বিকাশ অ্যাকাউন্ট আছে কিন্তু গ্রাহকের কাছে আছে একটি নগদ একাউন্ট অথবা যদি এমন হয় যে আপনার কাছে একটি নগদ একাউন্ট আছে এবং গ্রাহকের কাছে আছে একটা বিকাশ একাউন্ট | সে ক্ষেত্রে আপনি একটি জটিল সমস্যার সম্মুখীন হবেন | সেক্ষেত্রে আপনি বিকাশ থেকে নগদে টাকা পাঠানোর ব্যবস্থা থাকুক অথবা নগর থেকে বিকাশে টাকা পাঠানোর ব্যবস্থা থাকুক |

এটা অনেক বড় ধরনের সুবিধা  প্রত্যেকটা গ্রাহকের জন্য | কারণ হয়তো আপনি এমন কোন জায়গায় গিয়েছেন যেখানে আপনার বিকাশ  একাউন্টে টাকা আছে কিন্তু তা আপনার তুলনা করতে পারছেন না কারন আপনার আশেপাশে কোন বিকাশ এজেন্ট নাই | আবার এমন হতে পারে আপনার নগদে টাকা আছে কিন্তু সেখানে নগদথেকে টাকা তোলার মতো কোনো নগদ এর এজেন্ট নাই | এখন যদি বিকাশে টাকা থাকে এবং নগদ এর এজেন্ট থাকে তুমি কি সে ক্ষেত্রে কোন কিছু করণীয় আছে কিনা | যদি এমন হয় যে আপনার নিজের একটা  বিকাশ একাউন্ট থেকে আপনার নিজেরই একটা নগদ একাউন্টে টাকা ট্রান্সফার করা যেত তবে নগদ এজেন্ট থেকে আপনি টাকাগুলো উত্তোলন করতে পারতেন | অথবা কোন বিকাশ এজেন্ট আছে এবং আপনার নগদ একাউন্টে টাকা আছে | সে ক্ষেত্রে নগদ একাউন্ট থেকে বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করে সেই এজেন্ট থেকে টাকা উত্তোলন করার কোন ব্যবস্থা আছে কিনা |

যারা এ ধরনের সমস্যায় পড়েছেন অথবা এই ধরনের টাকা ট্রান্সফার সম্পর্কে জানতে চান আজকের পোস্টটি তাদের জন্য | আজকে এই পোষ্টের মাধ্যমে আপনারা বিকাশ থেকে নগদ একাউন্টে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। যদি বিকাশ থেকে নগদ একাউন্টে টাকা পাঠানোর নিয়ম বিস্তারিত জানতে চান তাহলে এই পোস্টটি খুব মনোযোগ দিয়ে পড়বেন। চলুন নিচে গিয়ে বিকাশ থেকে নগদ একাউন্টে টাকা পাঠানোর নিয়ম আমরা জেনে নিই।

বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার নিয়ম | bkash to nagad money transfer

যদি আপনি বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করতে চান তাহলে আপনাকে কিছু দিক নির্দেশনা অনুযায়ী চলতে হবে। বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করার জন্য আপনার একটি সচল বিকাশ একাউন্ট থাকতে হবে। আর লাগবে আপনি যে  বিকাশ একাউন্ট থেকে  নগদে টাকা পাঠাবেন সেই একটি  নগদ অ্যাকাউন্ট | অবশ্যই বিকাশ একাউন্টটি সচল থাকতে হবে।

কিন্তু এই ব্যবস্থাটি পরিচালনা করার জন্য মোবাইল ব্যাংকিং সেক্টর গুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে | এবং সেটি এখন পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি | হয়তো অতি শীঘ্রই এই ধরনের একটি সমন্বিত পরিকল্পনা আমাদের সামনে আসবে যার মাধ্যমে আমরা বিকাশ থেকে নগদে টাকা পাঠাতে পারবো অথবা নগর থেকে খুব সহজেই বিকাশে টাকা পাঠাতে পারব | তাই আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এই ব্যবস্থা চালু হওয়া পর্যন্ত |

অন্যথায় আপনাকে ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করতে হবে | সেটা আবার অনেক সময় সাপেক্ষ ব্যাপার | তাই যদি এমন হয় যে আপনার খুবই দ্রুত টাকা পাঠানো লাগবে তাহলে আপনার নিকটস্থ কোন একই ধরনের মোবাইল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে টাকা উত্তোলন করতে পারেন অথবা পাঠাতে পারেন | যেমন যদি আপনি বিকাশ একাউন্টের মাধ্যমে টাকা পাঠাতে চান তবে আপনাকে আরেকটা বিকাশ একাউন্ট   অথবা  খুঁজতে হবে | আপনি যদি নগদ একাউন্টের মাধ্যমে টাকা পাঠাতে চান তবে আপনাকে আরেকটি নগদ একাউন্ট অথবা নগদ এজেন্ট  খুঁজতে  হবে |

সতর্কতা

বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার এর ব্যাপারে বিভিন্ন ব্লগ পোষ্ট থেকে আপনারা বিভিন্ন ধরনের নিয়ম দেখতে পাবেন | কিন্তু সবগুলোই অনর্থক কথাবার্তা | যেহেতু ব্যবস্থাকে এখনো চালু হয়নি তাই আপনারা কোন নিয়ম দাঁড়াই এভাবে এক ধরনের মোবাইল ব্যাংকিং এ প্রতিষ্ঠান থেকে অন্য ধরনের মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান টাকা পাঠানো অথবা উত্তোলন করতে পারবেন না | তাই অযথা সময় নষ্ট না করে আপনি একই ধরনের কোনো  মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান খোঁজ করুন | বিকাশে টাকা পাঠাতে চাইলে অন্য আরেকটি বিকাশ একাউন্ট | অথবা নগদ একাউন্টে টাকা পাঠাতে চাইলে অন্য আরেকটি নগদ একাউন্ট  এজেন্ট |

তবে আপনি জেনে খুশি হবেন যে বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার ব্যবস্থাটি খুব শীঘ্রই বাংলাদেশে চালু হতে যাচ্ছে | তখন আপনারা বিকাশ থেকে বিকাশে, নগদ থেকে নগদ, অথবা অন্য কোন অপারেটর যেমন বিকাশ থেকে  নগদে টাকা ট্রান্সফার এবং নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার খুব সহজে টাকা পাঠাতে পারবেন | আপনাকে সে পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে এবং অপেক্ষা করতে হবে ব্যবস্থাটি বাংলাদেশের চালু হওয়ার পর্যন্ত |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *