আয় শনাক্তকরণ – Revenue Recognition
1. দীর্ঘমেয়াদি চুক্তির ক্ষতিগুলো কি কি?
উত্তর : দীর্ঘ মেয়াদি চুক্তিতে দু’ধরনের ক্ষতি সংঘটিত হতে পারে। যেমন- ক. লাভজনক চুক্তির চলতি সালের ক্ষতি (Loss in the current period on a profitable ১টি contract); খ. অলাভজনক চুক্তির ক্ষতি ( Loss on an অর্থ unprofitable contract.
2.সরবরাহের পর আয় চিহ্নিতকরণ কি?
উত্তর : যেসব ক্ষেত্রে নগদ অর্থ প্রাপ্তি না ঘটা পর্যন্ত আয় চিহ্নিত করা হয় না, সেসব ক্ষেত্রকে সরবরাহের পর আয় চিহ্নিতকরণ(Revenue Recognition After Delivery) বা বিলম্বিত আয় চিহ্নিতকরণ বলা হয়।
3. ট্রেড লোডিং এবং চ্যানেল স্টাফিং বলতে কি বুঝ?
উত্তর : ট্রেড লোডিং ও চ্যানেল স্টাফিং এর মাধ্যমে উৎপাদনকারী এবং পাইকার প্রকৃত বিক্রয় অপেক্ষা অতিরিক্ত বিক্রয়, অতিরিক্ত মুনাফা এবং বাজার দখলের প্রচেষ্টা করে থাকেন। এখানে উৎপাদনকারী এবং পাইকারী বাজারের ক্রেতাগণকে ট্রেড (Trade) নামে অভিহিত করা হয়েছে। আর অতিরিক্ত বিক্রয় এবং মুনাফা করার প্রচেষ্টা হচ্ছে চ্যানেল স্টাফিং ।
4. ফ্রানচাইজ কি?
উত্তর : স্বত্বভাড়া হচ্ছে এমন একটি ব্যবসায়িক প্রক্রিয়া বা . ব্যবস্থা যেখানে একটি থাকে সেবামান পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অন্য একটি চলমান প্রতিষ্ঠানের সাথে চুক্তি বদ্ধ হয়ে তার ব্যবসায়িক ট্রেডমার্ক তার দিক নির্দেশনার আলোকে ব্যবহারের অনুমতি পায় এবং বিনিময়ে একটি নির্দিষ্ট পরিমাণ ফি আদায় করে।
5. প্রাথমিক গণপ্রস্তাব কি (IPO)?
উত্তর : কোন কোম্পানি প্রথম গণপ্রস্তাবকে প্রথমিক গণপ্রস্ত চাব বলে ।
6.কিস্তি বিক্রয় পদ্ধতি কী?
উত্তর : যে ধরনের বিক্রয়ের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিস্তিতে অর্থগ্রহণ করা হয় তাকে কিস্তিবন্দি বিক্রয় বলে ।
7.নগদ বাট্টা কি?
উত্তর : বিক্রেতা ক্রেতাকে স্বল্প সময়ে টাকা পরিশোধে উৎসাহিত করার জন্য পণ্য বিক্রয়ের দিন থেকে একটি নির্দিষ্ট সময় প্রদান করে ঐ নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ। পরিশোধ করলে নির্ধারিত হারে বাট্টা পাওয়া যাবে । এরূপ ৯. বাট্টাকে নগদ বাট্টা (Cash discount) বলে।
8.পুনঃক্রয়ের চুক্তিতে বিক্রয় বলতে কি বুঝায় ?
উত্তর : যখন একটি মূল্যের মধ্যে পুনঃ ক্রয়ের চুক্তি থাকে। এবং ঐ মূল্যের পণ্যের ক্রয়মূল্য এবং পণ্যের ধারণ সংক্রান্ত খরচ(Holding cost of inventory) বিদ্যমান থাকে, De তাহলে ঐ পণ্যের ক্রয়মূল্য এবং ঐ পণ্য সংক্রান্ত দায়বদ্ধতা বিক্রেতার নিকটই থেকে যায়। এরূপ বিক্রয়কে পুনঃএয়ের চুক্তিতে বিক্রয়(Sales With Buyback) বলে ।
9.বিল ও হোল্ড বিক্রয় কি?উত্তর : যে সমস্থ বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা পণ্যের মালিকানা লাভ করে এবং পণ্য বাবদ বিল গ্রহণ করে কিন্তু পণ্য বিক্রেতা পণ্যের ক্রেতাকে পণ্য না পাঠিয়ে নিজের নিকট রেখে দেয়। এরূপ ক্ষেত্রকে বিল ও হোল্ড বিক্রয় বলে ।
10. বিল ও হোল্ড বিক্রয়ের কারণ কি?
উত্তর : ক্রেতার গুদামে পণ্য ধরে রাখার জন্য যদি পর্যাপ্ত জায়গা না থাকে অথবা পণ্য ক্রেতার উৎপাদন সময় সূচি দেরিতে হলে অথবা ক্রেতার গুদামে বেশি পরিমাণ পণ্য মজুত থাকলে ।
11.IAS-18-এর উদ্দেশ্য কি?
উত্তর : IAS-18 এর উদ্দেশ্য হচ্ছে কতিপয় লেনদেন ও ঘটনা থেকে উদ্ভুত আয় এর হিসাবরক্ষণ সম্পর্কে দিক নির্দেশনা দেয়া ।
12.রাজস্ব আয় বলতে কি বোঝায়?
উত্তর : আর্থিক সুবিধার মোট আগমন (নগদ,প্রাপ্য সমূহ, অন্যান্য সম্পদ)যেটি সাধারণ পরিচালনা কার্যক্রম থেকে উদ্ভব (যেমন-পণ্য বিক্রয়,সেবা,সুদ,
লভ্যাংশ)তাকে রাজস্ব বা আয় বলে।