Class 7 - English

Be the Best of Whatever You Are Poem Central Theme (PDF)

3 min read

Douglas Malloch এর লেখা Be The Best of Whatever You Are ৭ম শ্রেণির ইংরেজি বইয়ের মজার একটি কবিতা। আজ কোর্সটিকায় আমরা be the best of whatever you are poem central theme সম্পর্কে জানব। তোমাদের ইংরেহজি বইয়ের ৩য় অধ্যায়ে এ অনুশীলনীটি রয়েছে। একই সাথে আমরা my books poem central theme টিও জেনে নেব।

be the best of whatever you are poem central theme

Be The Best of Whatever You Are
By Douglas Malloch

If you can’t be a pine on the top of the hill
Be a scrub in the valley–but be
The best little scrub by the side of the rill;
Be a bush if you can’t be a tree.

তুমি যদি পাহাড়ের চূড়ায় পাইন হতে না পার
উপত্যকায় ঝোপঝাড় হও–তবে হও
অথবা, ছোট নদীর পাশে সুন্দর ছোট ঝোপঝাড়;
গাছ হতে না পারলে ঝোপ হও।

If you can’t be a bush be a bit of the grass,
And some highway some happier make;
If you can’t be a muskie then just be a bass–
But the liveliest bass in the lake!

যদি তুমি ঝোপ না হতে পার, হও একটুখানি ঘাস,
আর তৈরি কর রাজপথের একটুখানি সুখ;
যদি তুমি মাস্কি (বড় মাছ) না হতে পার, হও শুধু বাস্ (ছোট মাছ)
তবুও হও হ্রদের প্রাণবন্ত বাস্ (ছোট মাছ)

We can’t all be captains, we’ve got to be crew,
There’s something for all of us here.
There’s big work to do and there’s lesser to do,
And the task we must do is the near.

আমরা সবাই অধিনায়ক হতে পারি না, আমাদের ক্রু হতে হবে,
এখানে আমাদের সবার জন্য কিছু আছে।
করার মতো বড় এবং ক্ষুদ্র কাজ আছে,
আর আমাদের যা করতে হবে তা আসন্ন (খুব কাছেই)

If you can’t be a highway then just be a trail,
If you can’t be the sun be a star;
It isn’t by size that you win or you fail–
Be the best of whatever you are!

যদি রাজপথ হতে না পার তবে শুধু পথ (সরু পথ) হও,
যদি তুমি সূর্য হতে না পার তবে তারা হও;
এটি শুধু আকার দিয়ে নয় যা তুমি জিতেছ বা ব্যর্থ হয়েছ–
Be the best of whatever you are!
তুমি যা, তার মধ্যেই সেরা হও। (সবচেয়ে ভাল হও)

Central theme: In the poem, the poet tells us that we should not give up in despair of being able to do something great. If you want to live successfully, you have to keep working. This poem suggests a bit of advise for everyone, especially young people.

This piece of advice is quite useful in everyday situations. The poet Douglas Malloch, is attempting to persuade us that we must strive to be the greatest in all we do. He wants us to understand that no work is less vital than another, and that we should not be ashamed of who we are. We must be proud of our work and put in our best effort to complete it.

মূলভাব: এই কবিতায় কবি আমাদের বলেছেন যে বড় কিছু করতে না পারার হতাশায় আমরা হাল ছাড়ব না। সফলভাবে বাঁচতে হলে কাজ করে যেতে হবে। এই কবিতাটি প্রত্যেকের জন্য, বিশেষ করে তরুণদের জন্য বেশকিছু পরামর্শ দেয়। এই উপদেশগুলো আমাদের দৈনন্দিন পরিস্থিতিতে বেশ দরকারী।

কবি ডগলাস ম্যালোচ আমাদের বোঝানোর চেষ্টা করছেন যে, আমরা যা কিছু করি তার মধ্যেই সর্বশ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করতে হবে। তিনি আমাদের বুঝতে চান যে, কোনও কাজ অন্যটির চেয়ে কম গুরুত্বপূর্ণ নয় এবং তা নিয়ে আমাদের লজ্জিত হওয়া উচিত নয়। আমাদের অবশ্যই আমাদের কাজের জন্য গর্বিত হতে হবে এবং এটি সম্পূর্ণ করার জন্য আমাদের সর্বোত্তম প্রচেষ্টা করতে হবে।

my books poem central theme

My Books

I love my books
They are the homes
of queens and fairies,
Knights and gnomes.

আমি আমার বই ভালবাসি
তারা আমার রাণী এবং পরীর
ঘর (আবাসস্থল)
যোদ্ধা এবং বামন

Each time I read I make a call
On some quaint person large or small,
Who welcomes me with hearty hand
And lead me through his wonderland.

যতবার আমি পড়ি ততবারই ডাকি
বড় বা ছোট কিছু অদ্ভুত ব্যক্তিকে,
যে আমাকে আন্তরিকভাবে স্বাগত জানায়
এবং আমাকে তার আশ্চর্য দেশে নিয়ে যায়।

Each book is like
A city street
Along whose winding way I meet
New friends and old who laugh and sing
And take me off adventuring!

প্রতিটি বই মনে হয়
একটি শহরের ছোট রাস্তা
যার এলোমেলো পথ ধরে (ঘোরান পথ) আমি দেখি
নতুন বন্ধু এবং পুরানো যারা হাসে এবং গান করে
এবং আমাকে নিয়ে যায় দু: সাহসিক অভিযানে!

Central theme: In this poem, the poet describes the deep relationship between children and books. Books can become a child’s best friend. When a child reads a funny book, he gets lost in the realm of his imagination. He sees his kingdom of imagination in this book, where the fairies live. On every page of the book he finds fairy tale knights and gnomes. We can understand from this poem that reading book is important for every child to develop his intelligence and creativity.

মূলভাব: এই কবিতায় কবি শিশু ও বইয়ের মধ্যে গভীর সম্পর্ক বর্ণনা করেছেন। বই একটি শিশুর খুব ভালো বন্ধু হয়ে উঠতে পারে। যখন একটি শিশু কোন মজার বই পড়ে, সে তার কল্পনার রাজ্যে হারিয়ে যায়। সে এই বইয়ের মধ্যেই তার কল্পনার রাজত্ব দেখতে পায়, যেখানে থাকে তার কল্পনার পরীরা। বইয়ের প্রতিটি পৃষ্ঠায় সে রূপকথার যোদ্ধা আর বামনদের খুঁজে পায়। আমরা এই কবিতাটি থেকে উপলব্ধি করতে পারি যে, প্রতিটি শিশুরই মেধা ও সৃজনশীলতা বিকাশের জন্য বই পড়া জরুরি।

 


সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের ইংরেজি বইয়ের be the best of whatever you are poem central theme শেয়ার করেছি। তোমাদের মূল বইতে যেভাবে প্রশ্ন করা হয়েছে, আমরা ঠিক সেভাবেই উত্তরগুলো তৈরি করেছি। উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে উত্তর সংগ্রহ করে নাও।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x