ট্রাফিক জ্যামে আটকে গেল ট্রেন

ট্রাফিক জ্যাম বাংলাদেশের মানুষের নিত্য দিনের সমস্যা। একসঙ্গে অনেকগুলো মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। শহরের বিশাল অংশ জুড়ে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট খুঁড়ে ফেলা হয়েছে। সরু হয়ে গেছে গুরুত্বপূর্ণ অনেক সড়ক।

এদিকে, যানবাহনের কারণে ট্রেনই জ্যামে আটকে গেল! বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানা যাচ্ছে, এমন অনেক অবিশ্বাস্য ঘটনাই।

যেমন চট্টগ্রামের হালিশহরে সল্টগোলা লেভেলক্রসিংয়ে এমনই দুর্লভ দৃশ্য দেখা গেল।

পিয়াল নামের একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এমন একটি ভিডিও ও স্থির ছবি প্রকাশ করেছেন। যেখানে জ্যামে একটি ট্রেনকে আটকে থাকতে দেখা যাচ্ছে।

পিয়াল শেয়ার করে লিখেছেন, ‌’ইতিহাসে প্রথম, ট্রেন জ্যামে দাঁড়ানো। কি কি যে দেখতে হবে আমার এই জীবনে। ‘

একজন এই পোস্টের মধ্যে মন্তব্য করেছেন, ‌’এটি বন্দরের ট্রেন। বন্দর থেকে বের হচ্ছিল, আর সাধারণত ওই জায়গায় জ্যাম লেগেই থাকে। এটাকে মেম বানানোর কিছু নাই বন্দর এলাকায় জ্যাম থাকবেই। ‘

আসিফ রহমান নামের একজন দাবি করছেন, ‘ট্রেন প্রতিদিনই জ্যামে পড়ে, আপনি লোকাল ট্রেনে উঠেন নাই মনে হয় কখনও, গাজীপুর আসেন একদিন লোকাল ট্রেনে করে। ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *