অন্তু তার পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করে। সে তার মায়ের কাছে মুক্তিযােদ্ধা মামার সাহসী সংগ্রামের কথা জানতে পেরে কৌতূহলী হয়ে ওঠে। এজন্য গােপনে চিঠি লিখে মামাকে একুশে ফেব্রুয়ারিতে বাড়ি আসতে বলে।
পিতৃপুরুষের গল্প সৃজনশীল প্রশ্ন উত্তর | অন্তু তার পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করে। সে তার মায়ের কাছে মুক্তিযােদ্ধা মামার সাহসী সংগ্রামের কথা জানতে পেরে কৌতূহলী হয়ে ওঠে। এজন্য গােপনে চিঠি লিখে মামাকে একুশে ফেব্রুয়ারিতে বাড়ি আসতে বলে। সে মামার প্রতীক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে অবশেষে তার অপেক্ষার অবসান ঘটিয়ে ২১ ফেব্রুয়ারির দুদিন আগে মামা ঢাকায় আসেন।
তাঁর কাছ থেকেই শুরু হয় অন্তুর ইতিহাসের পাঠ। মামার কাছ থেকে অন্তু জানতে পারে মােগল আমলের ঢাকা শহরের নাম সম্পর্কে, সাতমসজিদ রােডের নামের ইতিহাস। জানতে পারে যুদ্ধের সঙ্গে মুক্তিযুদ্ধের প্রভেদ, ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ ও ছাত্রদের প্রতিবাদী মনােভাবের কথা। মামার সঙ্গে ঘুরতে ঘুরতে মাতৃভাষা আন্দোলন, শহিদ মিনারসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আত্মদানকারী পিতৃপুরুষদের ভূমিকা সম্পর্কে অবগত হয়।
পিতৃপুরুষের গল্প সৃজনশীল প্রশ্ন উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : সপ্তম শ্রেণির শিক্ষার্থী প্রিয়তি বাবা-মায়ের সঙ্গে প্রথমবারের মতাে ঢাকায় বেড়াতে এসেছে। একুশে ফেব্রুয়ারিতে বাবা-মা ওকে নিয়ে যায় কেন্দ্রীয় শহিদ মিনারে। বাবা-মায়ের সাথে সেও ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়। বাবার কাছে ভাষাশহিদদের আত্মত্যাগের কথা শুনে গর্বে মনটা ভরে ওঠে প্রিয়তির।
ক. ১৯৭১ সালে কাজল মামা কোথায় পড়ত?
খ. ‘যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ’ -উক্তিটি বুঝিয়ে লেখাে।
গ. অন্তু ও প্রিয়তির মনােভাব কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ -ব্যাখ্যা করাে।
ঘ. “উদ্দীপকে প্রতিফলিত দিকটি ‘পিতৃপুরুষের গল্প’ গল্পের সম্পূর্ণ ভাবকে ধারণ করে না” -উক্তিটির যথার্থতা মূল্যায়ন করাে।
সৃজনশীল প্রশ্ন ২ : অনেক ঐতিহাসিকের মতে, মােগল সম্রাট জাহাঙ্গীর ১৬১০ খ্রিষ্টাব্দে ঢাকাকে সুবাহ বাংলার রাজধানী হিসেবে ঘােষণা দেন। তখন সুবাদার ইসলাম খান আনন্দের বহিঃপ্রকাশ স্বরূপ শহরে ঢাক বাজানাের নির্দেশ দেন। এই ঢাক বাজানাের কাহিনি লােকমুখে কিংবদন্তির রূপ নেয় এবং থেকেই এ শহরের নাম ঢাকা হয়ে যায়।
ক. অন্তুর মামার নাম কী?
খ. ‘ওরা আমাদের পিতৃপুরুষ’ -এখানে কাদের কথা বলা হয়েছে?
গ. পিতৃপুরুষের গল্পে কোন কোন দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে?
ঘ. “বাংলার অতীত ইতিহাসের খণ্ডচিত্রই উদ্দীপকে প্রকাশমান।” মূল্যায়ন করাে।
সৃজনশীল প্রশ্ন ৩ : ভাষা আন্দোলনের সৈনিক দাদুভাই খােকনকে কোলে নিয়ে শুরু করেন গল্প। যে গল্পের দৃষ্টান্ত পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। প্রাণের বিনিময়ে মাতৃভাষার মর্যাদা রক্ষার এক অনন্য গল্প। বাঙালির ইতিহাসের এক হার না মানা গৌরবােজ্জ্বল অধ্যায়ের গল্প।
ক. আমাদের জাতির প্রথম শহিদ কারা?
খ. আমরা বাংলা ভাষাকে কীভাবে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠা করতে পেরেছি? বুঝিয়ে লেখাে।
গ. উদ্দীপকের সাথে ‘পিতৃপুরুষের গল্প’ গল্পের বৈসাদৃশ্য কতটুকু? আলােচনা করাে।
ঘ. উদ্দীপকের দাদুভাইয়ের ভাষা আন্দোলনের মতামতের ব্যাপারে তুমি কি একমত? মতের সপক্ষে বিশ্লেষণ করাে।
সৃজনশীল প্রশ্ন ৪ : অহনা সারাদিন বিদেশি সংস্কৃতির চর্চা করে। সে বিদেশি সিনেমা দেখে, বই পড়ে। ইন্টারনেট ঘেঁটে অনেক কিছু জানার চেষ্টা করে। কিন্তু নিজের দেশের অনেক কিছুই সে জানে না। সে শহরে বড়াে হয়েছে। তার দাদু তাকে জিজ্ঞেস করে, বলাে তাে অহনা মুক্তিযুদ্ধের সময় জামালপুর কয় নম্বর সেক্টরে ছিল?’ অহনা বলতে পারে না। দাদু তখন বলে আগে ঘরের খবর রাখাে তারপর পরের খবর নিও।
ক. হারুন হাবীব কোন জেলায় জন্মগ্রহণ করেন?
খ. ছাত্ররাই প্রথম গুলির শিকার হয়েছিল কেন?
গ. উদ্দীপকটি ‘পিতৃপুরুষের গল্প’ -এর সাথে কতটুকু সাদৃশ্যপূর্ণ? তা বিশ্লেষণ করাে।
ঘ. ‘আগে ঘরের খবর রাখাে তারপর পরের খবর নিও’ -উক্তিটি পুরাে গল্পকে তুলে ধরে কিনা, তা বিশ্লেষণ করাে।
সৃজনশীল প্রশ্ন ৫ : চর্যাপদের কালাে অক্ষরগুলাে ইদানীং
আমার খুব আপন মনে হয়।
মনে হয় ঐ এক একটি অক্ষর থেকে
উঠে এসেছে আমার পিতা, পিতামহ আর প্রপিতামহরা।
উঠে এসেছে বাংলা, বাঙালির অস্তিত্ব।
ক. মুক্তিযুদ্ধের নির্বাচিত প্রবন্ধ গ্রন্থটির লেখক কে
খ. অন্তুর নানা কাজল মামাকে বকতেন কেন?
গ. উদ্দীপকে প্রকাশিত ভাবটি পিতৃপুরুষের গল্প গল্পের সাথে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? আলােচনা করাে।
ঘ. ‘উঠে এসেছে আমার পিতা, পিতামহ আর প্রপিতামহরা’ -উক্তিটি ‘পিতৃপুরুষের গল্প’ গল্পের আলােকে বিশ্লেষণ করাে।
সৃজনশীল প্রশ্ন ৬ : রক্তের কাফনে মােড়া কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে। যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন, স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল।
ক. মােগল আমলে ঢাকার নাম কী ছিল?
খ. যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ উক্তিটি বুঝিয়ে -লেখাে।
গ. উদ্দীপকটি ‘পিতৃপুরুষের গল্প’ রচনার কোন দিকটির পরিচয় বহন করে? আলােচনা করাে।
ঘ. উদ্দীপকটি “পিতৃপুরুষের গল্প” রচনার খণ্ডাংশ মাত্র, পূর্ণচিত্র নয় -মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৭ : উত্তাল হয়ে ওঠে জনতার শ্লোগান। কেউই আর কোনো বাধা মানতে চায় না। মিছিল এগিয়ে আসতে চাইলে বেপরােয়া হয়ে ওঠে পুলিশ। শুরু হয় খণ্ডযুদ্ধ। কাঁদানে গ্যাস ও লাঠিচার্জে দমাতে না পেরে পুলিশ গুলি চালায়। পড়ে যায় রফিকউদ্দিন। বুলেটে উড়ে যাওয়া খুলি থেকে ধোঁয়া বেরােয়; গলিত মগজ বেরিয়ে পড়ে। আহত হয় বরকত।
ক. শহিদ মিনার কীসের স্মৃতি বহন করছে?
খ. কাজল মামা পড়া ছেড়ে গ্রামে চলে গিয়েছিল কেন?
গ. উদ্দীপকে ১৯৫২ সালের যে চিত্র ফুটে উঠেছে সেটি ‘পিতৃপুরুষের গল্প’ রচনার আলােকে ব্যাখ্যা করাে।
ঘ. “রফিক বরকত এ রকম শতশত ভাষাশহিদেরা স্বাধীন বাংলার স্থপতি” -মন্তব্যটির গ্রহণযােগ্যতা ‘পিতৃপুরুষের গল্প’ গল্পের আলােকে মূল্যায়ন করাে।
সৃজনশীল প্রশ্ন ৮ : ১৯৭১ সালের ঘটনা। তানভীর তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। সময় তখন উত্তাল। হঠাৎ ঘােষণা এলাে ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।’ এই বজ্রকণ্ঠের আহ্বান শুনে সে তেজোদীপ্ত হয়ে ওঠে। যােগ দেয় মুক্তিযুদ্ধে। দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ছিনিয়ে আনে লাল-সবুজ পতাকা।
ক. অন্তুর মামা কয়দিন ঢাকায় থাকবেন?
খ. অতীতের অনেক জিনিসই জেনে রাখা ভালাে -ব্যাখ্যা করাে।
গ. উদ্দীপকের তানভীর ‘পিতৃপুরুষের গল্প’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধি? ব্যাখ্যা করাে।
ঘ. উদ্দীপক ‘পিতৃপুরুষের গল্প’ -এর খণ্ডাংশ মাত্র- উক্তিটি বিশ্লেষণ করাে।
সৃজনশীল প্রশ্ন ৯ : সালাম, রফিক, বরকত ভাই
আমরা তােমাদের ভুলি নাই।
রক্ত দিয়ে যা করেছিল আশা
বেঁচেছে তাই বাংলা ভাষা
শহিদদের রক্ত বৃথা যাবে না কখনাে
তোমরা থাকবে জেগে।
একুশে ফেব্রুয়ারির মাঝে।
ক. যুদ্ধে কাদের কষ্ট হয়?
খ, ‘সাতমসজিদ রােড’ নামের ইতিহাস সম্পর্কে লেখাে।
গ. ‘উদ্দীপকের ভাষাশহিদদের কেন আমরা ভুলি নাই’ -‘পিতৃপুরুষের গল্পের’ আলােকে ব্যাখ্যা করাে।
ঘ. উদ্দীপকের বাংলা ভাষা কীভাবে প্রাণ পায় তা ‘পিতৃপুরুষের গল্পের’ আলােকে ব্যাখ্যা করাে।
উপরে ডাউনলোড বাটনে ক্লিক করে পিতৃপুরুষের গল্প সৃজনশীল প্রশ্ন উত্তর ডাউনলোড করে নাও।