সাধারণ জ্ঞান – পৃথিবী পরিচিতিঃ মহাদেশ, দেশ, রাজধানী

admin
4 Min Read

পৃথিবীর মৌলিক তথ্যাবলিঃ

০১। পৃথিবীকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে কোন রেখা? উত্তরঃ নিরক্ষ রেখা।

০২। সূর্য থেকে পর্যায়ক্রমে তৃতীয় গ্রহের নাম কী? উত্তরঃ পৃথিবী।

০৩। পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগরের নাম কী? উত্তরঃ প্রশান্ত মহাসাগর।

০৪। প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম কী? উত্তরঃ মারিয়ানা ট্রেঞ্চ।

০৫। পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগরের নাম কী? উত্তরঃ উত্তর মহাসাগর।

০৬। পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কী? উত্তরঃ এশিয়া মহাদেশ।

০৭। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কী? উত্তরঃ ওশেনিয়া মহাদেশ।

 

সংখ্যা তথ্যে পৃথিবীঃ

পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র রয়েছে কতটি? উত্তরঃ ১৯৫টি।

০৯। জাতিসংঘভূক্ত স্বাধীন রাষ্ট্র কতটি?

উত্তরঃ ১৯৩টি।

১০। জাতিসংঘে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে কতটি রাষ্ট্রের? উত্তরঃ ৫টি রাষ্ট্রের।

১১। ছিদ্রায়িত রাষ্ট্র রয়েছে কয়টি?

উত্তরঃ ২টি। ইতালি ও দক্ষিণ আফ্রিকা।

১২। বিশ্বযুদ্ধ হয়েছে কতবার? উত্তরঃ ২টি।

১৩। ইসলামিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র কয়টি? উত্তরঃ ৫টি।

১৪। পারমাণবিক শক্তিধর রাষ্ট্র কয়টি?

উত্তরঃ ৮টি।

১৫। খণ্ডিত রাষ্ট্র কয়টি?

উত্তরঃ ২টি। ইন্দোনেশিয়া ও জাপান।

১৬। জাতিসংঘভুক্ত নয় কিন্তু স্বাধীন রাষ্ট্র কয়টি? উত্তরঃ ২টি।

১৭। পৃথিবীর সর্বাধিক সীমান্তবর্তী কোন কোন দেশ?

উত্তরঃ চীন ও রাশিয়া (১৪ টি করে দেশের সাথে সীমান্ত)।

১৮। পৃথিবীতে মহাদেশ রয়েছে কতটি? উত্তরঃ ৭টি । (এশিয়া-৪৪টি রাষ্ট্র, আফ্রিকা-৫৪টি রাষ্ট্র, ইউরোপ-৪৮টি রাষ্ট্র, উঃ আমেরিকা- ২৩টি রাষ্ট্র, দঃ আমেরিকা-১২টি রাষ্ট্র, ওশেনিয়া-১৪টি রাষ্ট্র, এন্টার্কটিকারাষ্ট্র নেই)।

১৯। পৃথিবীতে মহাসাগর রয়েছে কতটি? উত্তরঃ ৫টি। (প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, উত্তর/আর্কটিক মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ/এন্টার্কটিক মহাসাগর)।

২০। আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশের নাম কী? উত্তরঃ রাশিয়া।

২১। জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশের নাম কী? উত্তরঃ চীন।

২২। আয়তনে ও জনসংখ্যায় পৃথিবীর ক্ষুদ্রতম দেশের নাম কী? উত্তরঃ ভ্যাটিকান সিটি।

২৩। পৃথিবীর দীর্ঘতম সীমান্ত কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত?

উত্তরঃ যুক্তরাষ্ট্র-কানাডা।

২৪। পৃথিবীর ক্ষুদ্রতম সীমান্ত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? উত্তরঃ ইতালি-ভ্যাটিকান সিটি।

২৫। পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশের নাম কী? উত্তরঃ ইন্দোনেশিয়া।

২৬। পৃথিবীর সবচেয়ে প্রলম্বিত বা সরু দেশের নাম কী? উত্তরঃ চিলি।

২৭। পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরীর নাম কী?

উত্তরঃ হ্যামারফাস্ট; নরওয়ে।

২৮। পৃথিবীর সবচেয়ে দক্ষিণের নগরীরর নাম কী? উত্তরঃ পুয়ের্টো উইলিয়াম; চিলি।

২৯। পৃথিবীর কোন দুটি দেশ দুই মহাদেশে অবস্থিত? উত্তরঃ রাশিয়া ও তুরস্ক।

৩০। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতের স্থানের নাম কী? উত্তরঃ মৌসিনরাম (মেঘালয়,ভারত)।

৩১। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কী? উত্তরঃ নীল নদ।

৩২। পৃথিবীর ক্ষুদ্রতম নদীর নাম কী? উত্তরঃ রোঁ নদী।

৩৩। বিশ্বের প্রাচীনতম সভ্যতার নাম কী? উত্তরঃ মেসোপটেমিয়া সভ্যতা।

৩৪। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম কী? উত্তরঃ নালন্দা বিশ্ববিদ্যালয় (ভারত)।

৩৫। বিশ্বের সবচেয়ে প্রাচীন ভাষার নাম কী? উত্তরঃ হিব্রু ভাষা।

৩৬। পৃথিবীর শীতলতম স্থানের নাম কী? উত্তরঃ ভারখয়ানস্ক, রাশিয়া।

৩৭। পৃথিবীর উষ্ণতম স্থানের নাম কী? উত্তরঃ ডেথ ভ্যালি, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।

মহাদেশভিত্তিক সর্বশেষ স্বাধীন রাষ্ট্রঃ

৩৮। এশিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটি? উত্তরঃ পূর্বতিমুর (২০০২)।

৩৯। ইউরোপ মহাদেশের সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটি? উত্তরঃ কসোভো (২০০৮)।

৪০। আফ্রিকা মহাদেশের সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটি? উত্তরঃ দক্ষিণ সুদান (২০১১)।

৪১। উত্তর আমেরিকা মহাদেশের সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটি? এন্ড নেভিস (১৯৮৩)।

উত্তরঃ সেন্ট কিটস

৪২। দক্ষিণ আমেরিকা মহাদেশের সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটি? উত্তরঃ সুরিনাম (১৯৭৫)।

৪৩। ওশেনিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটি? উত্তরঃ টুভ্যালু (১৯৭৮)।

৭ মহাদেশের ৭ পর্বতশৃঙ্গ

  1. এশিয়া মহাদেশ- মাউন্ট এভারেস্ট।
  2. আফ্রিকা মহাদেশ- কিলিমাঞ্জারো।
  3. উত্তর আমেরিকা মহাদেশ- ম্যাককিনলি / ডেনালি।
  4. দক্ষিণ আমেরিকা মহাদেশ- মাউন্ট অ্যাকাঙ্কাগুয়া।
  5. ইউরোপ মহাদেশ- মাউন্ট এলব্রুস।
  6. ওশেনিয়া মহাদেশ- মাউন্ট উইলহেম / পুনাক জায়া।
  7. এন্টার্কটিকা মহাদেশ- ভিনসন ম্যাসিফ।

৭ মহাদেশের ৭ বৃহত্তম নদী

  1. এশিয়া মহাদেশ- ইয়াংসিকিয়াং।
  2. আফ্রিকা মহাদেশ- নীলনদ।
  3. উত্তর আমেরিকা মহাদেশ- মিসিসিপি মিসৌরি।
  4. দক্ষিণ আমেরিকা মহাদেশ-আমাজান।
  5. ইউরোপ মহাদেশ- ভলগা।
  6. ওশেনিয়া মহাদেশ- মারে ডার্লিং।
  7. এন্টার্কটিকা মহাদেশ- অনিকস।

 

Share this Article
Leave a comment
x