পটুয়াখালী সরকারি কলেজের ছাত্র নাজমুল আকন (২৩) ও সরকারি বাঙলা কলেজছাত্রী ইশরাত জাহান পাখির বিবাহ বিচ্ছেদ হয়েছে। সোমবার (১৪ মার্চ) পটুয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী এনামুল হকে চেম্বারে উভয় পক্ষের আপোষ-মীমাংসার ভিত্তিতে এ সিদ্ধান্ত হয়।
পাখির আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাজমুল প্রথমে বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন। পরে আমার ক্লায়েন্ট বিয়ের বিষয়ে সম্পূর্ণ দলিল-প্রমাণ বিজ্ঞ আদালতের সামনে পেশ করেছেন। পরে নাজমুল বিয়ে স্বীকার করলেও সংসার করতে রাজি না হওয়ায় দুপক্ষের আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত হয়।
কলেজছাত্র নাজমুল আকন জেলার মির্জাপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের জালাল আকনের ছেলে। আর তরুণী ইশরাত জাহান পাখি একই উপজেলার গাজিপুর গ্রামের মো. আউয়াল মিয়ার মেয়ে।
এর আগে, গত ৩ অক্টোবর নাজমুল আকনকে অপহরণ করে জোরপূর্বক বিয়ে করার অভিযোগ তুলে পাখির বিরুদ্ধে পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। অবশ্য জোরপূর্বক তুলে নিয়ে বিয়ের অভিযোগ অস্বীকার করেছেন পাখি। এ ঘটনায় সেসময় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়।
সরকারি বাঙলা কলেজছাত্রী ইশরাত জাহান পাখি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, নাজমুল আমাকে সর্বশান্ত করে দিয়েছে। সর্বশেষ এখন তার কারণে বিয়েটাও ভেঙে গেছে। আমার অপূরণীয় ক্ষতি হয়ে গেল। সে আমাকে বিয়েকেও অস্বীকার করতে চেয়েছে। আমি আদালতে সব তথ্য-প্রমাণ তুলে ধরেছি।