চরমোনাইতে মোবাইলে লুডু, ক্যারম ও তাস দিয়ে জুয়া খেলা নিষিদ্ধ

চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ জিয়াউল করিম স্বাক্ষরিত নোটিশ রবিবার সকালে এলাকাবাসীর দৃষ্টিগোচর হয় বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে মোবাইল ফোনে লুডু, ক্যারম ও তাস দিয়ে জুয়া খেলা নিষিদ্ধ করা হয়েছে।

এসব খেলা অবস্থায় কাউকে পাওয়া গেলে ১০ হাজার টাকা জরিমানা এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশ টানিয়ে দিয়েছে ৫ নম্বর চরমোনাই ইউনিয় পরিষদ।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘চরমোনাই ইউনিয়নের কোনও দোকান কিংবা স্থানে বসে স্মার্টফোনে, লুডুর কোটে, ক্যারম বোটে, তাস দিয়ে জুয়া খেলা এবং মাদক সেবন অবস্থায় যদি কোনও ব্যক্তিকে পাওয়া যায় তাহলে ১০ হাজার টাকা জরিমানা করা হবে। সেই সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যে দোকানে খেলা অবস্থায় পাওয়া যাবে ওই দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।’

স্থানীয়রা জানান, প্রতিদিন সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত দলে দলে ভাগ হয়ে দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন স্থানে বসে স্মার্টফোনে জুয়া খেলে যুবকরা। মোবাইলে লুডু খেলার পাশাপাশি জুয়া খেলতেও দেখা যায় তাদের। এছাড়া বিভিন্ন দোকানে ক্যারম বোট ভাড়া দেওয়া হয়। সেখানেও বসে জুয়ার আসর। এজন্য চেয়ারম্যান যে নোটিশ দিয়েছেন, তা আমরা সমর্থন করি।

চরমোনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ জিয়াউল করিম বলেন, মোবাইলে লুডু ও জুয়া খেলে যুবকরা বিপথগামী হচ্ছে। তারা প্রথমে শখের বসে খেললেও পরে জুয়ায় আসক্ত হয়। বিভিন্ন স্থান থেকে নানা ধরনের অভিযোগ আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। এজন্য এলাকাবাসীর সহায়তা চাই।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *