নতুন জিপিএ-৫ পেলেন ৮১ জন, ফেল থেকে পাস ১৪১ পরীক্ষার্থী

এইচএসসি ও আলিম পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করে ফেল করা ১৪১ জন পরীক্ষার্থী পাস করেছেন। আগে কম গ্রেড পেলেও খাতা চ্যালেঞ্জ করে ৮১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ঢাকা বোর্ডে একজন পরীক্ষার্থী আগে ফেল করলে ফল পুনঃনিরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন।

রোববার এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ বোর্ড এইচএসসির এবং মাদরাসা শিক্ষা বোর্ড আলিম পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়। বোর্ডগুলোর ফল পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।

নয়টি সাধারণ বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ড পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করলেও কারিগরি শিক্ষা বোর্ড এখনো এইচএসসি বিএম, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেনি।

এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ঢাকা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৩১ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ২৭ জন পরীক্ষার্থী। ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন একজন শিক্ষার্থী। জানা গেছে, ৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী এইচএসসির খাতা চ্যালেঞ্জ করেছিলেন। তারা মোট ২৭ হাজার ৭২টি খাতা পুনঃনিরীক্ষারার আবেদন করেছিলেন।

ঢাকা বোর্ডের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দৈনিক আমাদের বার্তাকে এসব তথ্য নিশ্চিত করে জানান, ১৫৮ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ৩১ জন। নতুন জিপিএ-৫ পেয়েছেন ২৭ জন এবং ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ জন।

কুমিল্লা বোর্ডের ফল পর্যালোচনা করে দেখা গেছে, ফেল থেকে পাস করেছেন ১০ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৮ জন পরীক্ষার্থী।

চট্টগ্রাম বোর্ডের ফল পর্যালোচনা করে দেখা গেছে, ফেল থেকে পাস করেছেন ২৬ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৬ জন পরীক্ষার্থী।

দিনাজপুর বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২৩ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ১০ জন পরীক্ষার্থী। বোর্ড জানিয়েছে, ৫৫ জন পরীক্ষার্থী ৫৬টি খাতা চ্যালেঞ্জ করে আবেদন করেছিলেন। এদের মধ্যে ২৩ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। মোট ১৬ জন শিক্ষার্থী ফল পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছেন। ফল পর্যালোচনা করে দেখা গেছে, ৬ জন শিক্ষার্থী আগে জিপিএ-৫ পাওয়ার পর ফল পুনঃনিরীক্ষার আবেদন করে তাদের ফল পরিবর্তন হলেও গ্রেড বদলায়নি। আর ১০ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।

বরিশাল বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৩ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ২ জন পরীক্ষার্থী। বোর্ড জানিযেছেন, এইচএসসি পরীক্ষার ২ হাজার ২৫২টি খাতা চ্যালেঞ্জ করে বোর্ডের ১ হাজার ৬০৩ জন পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছিলেন। মোট ১১ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ময়মনসিংহ বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৪ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৫ জন পরীক্ষার্থী। এ বোর্ডে এইচএসসির খাতা চ্যালেঞ্জ করে মোট ২৪ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

খাতা চ্যালেঞ্জ করে যশোর বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১৮ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৬ জন পরীক্ষার্থী। রাজশাহী বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৬ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৭ জন পরীক্ষার্থী। সিলেট বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১০ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৩ জন পরীক্ষার্থী।

আলিম পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে মাদরাসা শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১০ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৪ জন পরীক্ষার্থী। মাদরাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, মোট ১ হাজার ৯৩২ জন পরীক্ষার্থী আলিমের ৪ হাজার ৭১০টি খাতা চ্যালেঞ্জ করে ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছিলেন। তাদের মধ্যে ৩২ জনের ফল পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪ জন। ফেল থেকে পাস করেছেন ১০ জন।

জানা গেছে, করোনার কারণে দেড় বছর সরাসরি ক্লাস না হওয়ায় ২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হয় তিনটি নৈর্বাচনিক বিষয়ে। গত ১৩ ফেব্রুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় মোট ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন। নিয়মিত ১৩ লাখ ৭১ হাজার শিক্ষার্থীর হিসেবে এইচএসসি ও সমমানে পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এবারই সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছিলেন। এর সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ১৬৯। মোট ১৪ লাখ ৩ হাজার ২৪৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। গত ২ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষের ৪৪ দিন পর ফল প্রকাশিত হয়। কাঙ্খিত ফল না পেয়ে পরীক্ষার্থীরা গত ১৪ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *