অন্যের স্ত্রীর ফেসবুক স্টোরিতে মন্তব‌্যের জের ধরে বাকবিতণ্ডা। একপর্যায়ে ছুরিকাঘাতে একই গ্রামের তিন জনকে হত‌্যার ঘটনা ঘটেছে। আর এতে আহত হয়েছেন অন্তত ৭ জন। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার আড়াল গ্রামে শনিবার (১২ মার্চ) রাত সাড়ে ১১টায়। এ ঘটনায় সাত জনকে আটক করেছে কাপাসিয়া থানা পুলিশ।

নিহতরা হলেন- কাপাসিয়া উপজেলার আড়াল দক্ষিণ গাঁও চরপাড়া এলাকার মৃত আলমের ছেলে নাঈম ইসলাম (১৪), মৃত হিরনের ছেলে রবিন (১৫) ও আলমের ছেলে মো. ফারুক (২৫)।

সরেজমিনে এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, নাঈম, রবিন ও ফারুক একই গ্রামের ছেলে। ফারুক রাজমিস্ত্রি এবং রবিন-নাঈম কাপড়ের দোকানে কাজ করে। ফেসবুকের একটি স্টোরিতে মন্তব‌্য দেওয়া নিয়ে একটি ঝামেলা তৈরি হয় দক্ষিণ গাঁও চরপাড়া গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে নরসিংদীর মনোহরদী এলাকার কয়েকজনের সাথে। এরই ধারাবাহিকতায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী থেকে ১০-১৫ জন ছেলে ও একজন মেয়ে গ্রামে এসে রবিন ও নাঈমকে ফোন দিয়ে মসজিদের সামনে ডেকে নিয়ে যায়।

 

এক পর্যায়ে তারা নাঈম ও রবিনকে পেটে ছুরিকাঘাত করে। এমন সময় পাশ দিয়ে যাচ্ছিলো ফারুক। পরে ফারুক তাদের বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় মাটিতে পড়ে থাকতে দেখে কয়েকজন গ্রামবাসী তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই নাঈম ও রবিন মারা যায়। আর ফারুক আজ সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফএম নাসিম বলেন, ফেসবুকের স্টোরিতে মন্তব‌্য দেওয়াকে কেন্দ্র করেই ছুরিকাঘাত করে ৩ জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েক জনকে আটক করা হয়েছে। অভিযান চলমান রয়েছে। মামলা ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

মামলার তদন্ত কর্মকর্তা কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন চৌধুরী বলেন, এখন পর্যন্ত নরসিংদীর মনহরদী কোচেরচর এলাকার মোস্তফার ছেলে বেলায়েত (২৩), দৌলতপুর এলাকার রফিকুলের ছেলে ফয়সালসহ (১৭) সাত জনকে আটক করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) ফারজানা ইয়াসমিন বলেন, নরসিংদীর মনহরদী উপজেলার জাহিদের স্ত্রী মারিয়া ফেসবুক স্টোরিতে একটি ছবি পোস্ট করেন। ওই স্টোরিতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার নিহত নাইম মন্তব‌্য করেন। ওই মন্তব‌্য দেওয়াকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত হয়।

Rate this post

By Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.