আগামী বছরের এসএসসি-এইচএসসির সিলেবাসও কমছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ২০২৩ খ্রিষ্টাব্দের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস পুনর্বিন্যাস করা হবে। কেননা তারা ১ বছর ক্লাস করতে পারবে। তাই শিক্ষার্থীরা যাতে চাপমুক্ত পরিবেশে পড়াশোনা শিখে, খুশি মনে পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা নেবে সরকার।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রোববার দুপুরে লালমনিরহাটের উত্তর বাংলা অনার্স কলেজ মাঠে এক সভায় তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদের সভাপতিত্বে সভায় দীপু মনি আরও বলেন, শুধু পরীক্ষা নিয়েই ভালো শেখা হয় না। উন্নত বিশ্বে পরীক্ষার চাপ কম। ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন হতে থাকবে। এ জন্য প্রয়োজন দক্ষ শিক্ষক। সরকার শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়ে সচেতন।
সভায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মোজাম্মেল হক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মশিউর রহমান ও জেলা প্রশাসক আবু জাফর ও জেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান বক্তব্য রাখেন।