আপাতত সব শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের পরিকল্পনা নেই : শিক্ষামন্ত্রী
আপাতত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও ইবতেদায়ি মাদরাসা সরকারিকরণের বিষয়ে গবেষণা চলছে। এ ক্ষেত্রে যেটা ভালো হবে, সরকার সেটাই করবে।
রোববার (১৩ মার্চ) সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন দীপু মনি।
শিক্ষামন্ত্রী জানান, ১৫ মার্চ থেকে পুরোদমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে। এ ছাড়া করোনায় শিক্ষার্থীদের যে ঘাটতি হয়েছে সেগুলো পূরণে হবে রেমিডিয়াল ক্লাস। যারা এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেবে, তাদের পুনর্বিন্যাসিত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান উপস্থিত ছিলেন। পরে লালমনিরহাটের উদ্দেশে রওনা দেন শিক্ষামন্ত্রী।
জানা গেছে, রোববার শিক্ষামন্ত্রী লালমনিরহাটের কালিগঞ্জের উত্তরবাংলা কলেজে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন। দুপুরে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গবেষণাগার উদ্বোধন করবেন এবং সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন। পরদিন সোমবার সকালে গোর এ শহীদ মাঠে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন। দুপুরে চিরিরবন্দরে আমেনা বাকী রেসিডেন্সিয়াল স্কুল ও কলেজের জয়বাংলা গেট উদ্বোধন করবেন তিনি। বিকেলে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ পরিদর্শন শেষে ঢাকা ফেরার কথা রয়েছে মন্ত্রীর।