শবে বরাত নামাজ কত রাকাত
আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের শবে বরাতের নামাজ কত রাকাত এই বিষয় নিয়ে আলোচনা করবো। আসা করি যারা শবে বরাতের নামাজ কত রাকাত জানতে আগ্রহী তোমাদের জন্য উপকারে আসবে।
আজ মঙ্গলবার ৭ ই মার্চ দিবাগত রাত পবিত্র শবে বরাত। দিন শেষের রাতটিই হচ্ছে নিসফে শাবান বা লাইলাতুল বরাত।
শবে বরাতের নামাজ কত রাকাত
শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ কোরআনে বা হাদিসে উল্লেখ নেই। তবে হাদিসে আছে, রাসূল (সা.)বলেন, যখন শাবান মাসের মধ্য দিবস আসবে, তখন তোমরা রাতে নফল নামাজ পড়বে এবং দিনে রোজা পালন করবে। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো নামাজ। সুতরাং নফল ইবাদতের মধ্যেও শ্রেষ্ঠ হলো নফল নামাজ। এটি ইবনে মাজাহ শরিফের ১৩৮৪ নম্বর হাদিস।
আপনি চাইলে দুই রাকাত করে যত খুশি তত রাকাত নামাজ আদায় করতে পারবেন। তার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। এখন নিয়ত করবেন কিভাবে? বলবেন, আমি দুই রাকাত নফল নামাজ পরছি কিবলামুখী হয়ে আল্লাহু আকবার। এভাবে সংকল্প করলেই আপনার নামাজ হয়ে যাবে। সূরা ফাতিহার পরে যে কোনো সূরা দিয়ে নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে (ইনশাল্লাহ!)।