জান্নাতী সাহাবী | জান্নাতী ১০ জন সাহাবীর নাম | জান্নাতী পুরুষ সাহাবীর নামের তালিকা
আশা করি আল্লাহুর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা আজকে আপনাদের মাঝে Education-bd.Com নিয়ে আসলো জান্নাতী সাহাবী, জান্নাতী ১০ জন সাহাবীর নাম, জান্নাতী পুরুষ সাহাবীর নামের তালিকা এই সম্পর্কে পোস্টে পাবেন সবকিছু।
জান্নাতী ১০ জন সাহাবীর নাম
সাহাবির মধ্যে কিছু সাহাবী আছেন, যাদের আবার বিশেষ মর্যাদায় অভিষিক্ত করা হয়েছে। এমন ১০ জন বিশেষ মর্যাদাসম্পন্ন সাহাবিকে বলা হয়, ‘আশারায়ে মুবাশশারা’। পৃথিবীতে থাকতেই আল্লাহ তাদের জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন।
মুহাম্মদ (স) বলেন, ‘আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবায়ের জান্নাতি, আবদুর রহমান ইবনে আওফ জান্নাতি, সাদ জান্নাতি, সাঈদ জান্নাতি, আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি।’ (সুনানে তিরমিজি-৩৬৮০)।
★আবু বকর সিদ্দিক
★উমর ইবনুল খাত্তাব
★উসমান ইবনে আফফান
★আলী ইবনে আবু তালিব
★তালহা ইবনে উবাউদুল্লাহ
★জুবাইর ইবনুল আওয়াম
★আবদুর রহমান ইবনে আওফ
★সাদ ইবনে আবু ওয়াক্কাস
★সাইদ ইবনে জায়িদ
★আবু উবায়দা ইবনুল জাররাহ
জান্নাতি পুরুষ সাহাবীর নামের তালিকা
Tag: জান্নাতী সাহাবী, জান্নাতী ১০ জন সাহাবীর নাম, জান্নাতী পুরুষ সাহাবীর নামের তালিকা