Modal Ad Example
BABY BOY & GIRL NAMEIslamic

নবীদের নামের তালিকা | সকল নবীদের নামের তালিকা | ২৫ জন নবীর নাম

1 min read
আসসালামুআলাইকুম সবাইকে স্বাগতম।

আশা করি আল্লাহুর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

বন্ধুরা আজকে আপনাদের মাঝে Education-bd.Com নিয়ে আসলো নবীদের নামের তালিকা,  সকল নবীদের নামের তালিকা,  ২৫ জন নবীর নাম এই সম্পর্কে পোস্টে পাবেন সবকিছু।

সকল নবীদের নামের তালিকা

পবিত্র কোরআনে সর্বমোট ২৫ জন নবীদের নাম উল্লেখ করা হয়েছে। এই ২৫ জন সহ সম্মলিতভাবে অন্য নবীদের নামের তালিকা যুক্ত আজকের পোস্টটি থেকে নবীদের নামের তালিকা ও সম্পর্ক জানতে পারবেন।

নিচে হযরত আদম (আঃ) থেকে হযরত মুহাম্মদ (সঃ) পর্যন্ত কুরআনে উল্লেখ্য ২৫ জন ও অন্য নবীদের নাম দেওয়া হলো।

২৫ জন নবীর নাম

★ইসমাঈল  — লকবঃ জবীহুল্লাহ/ উৎসর্গীকৃত

★ইসহাক (আঃ) — ইবরাহীম (আঃ) এর পুত্র; তাঁর নাম পবিত্র কুরআনে ১৭ বার এসেছে।

★ইয়াকুব (আঃ) — পবিত্র কুরআনে ১২ জায়গায় তাঁর নাম উল্লেখ করা হয়েছে

★ইউসুফ (আঃ) — তার জীবনের ঘটনাকে “আহসানুল কাসাস” নামে অভিহিত করা হয়েছে।

★আইয়ূব (আঃ) — দীর্ঘ আঠার বছর অসুস্থাবস্থায় থেকে আল্লাহর পরীক্ষায় পাশ করেন।

★আদম (আঃ) — আদি পুরুষ। লকবঃ আবুল বাশার (মানবজাতির পিতা) সাফী উল্লাহ।

★নূহ (আঃ) — প্রথম রাসূল ও নবী। লকবঃ নবীউল্লাহ/আল্লাহর নবী

★ইদরীস (আঃ) — জ্যোতি বিজ্ঞানের উদ্ভাবক ও শিক্ষাবিদ

★ইলইয়াস (আঃ) — তিনি এখনো পৃথিবীর বুকে জীবিত আছেন।

★ইউনূস (আঃ) — লকবঃ যুননুন/ মাছওয়ালা

★আল ইয়াসা (আঃ) — বনী ইসরাঈলের একজন নবী

★যাকারিয়া (আঃ) — হযরত ইয়াহইয়া (আঃ) এর পিতা

★ঈসা (আঃ) — আলোচিত হয়েছে।

★হযরত মুহাম্মদ (সাঃ) — লকবঃ রুহুল্লাহ/ আল্লাহর প্রদত্ত আত্মা। হযরত মুহাম্মদ (সাঃ) সর্বশেষ রাসূল ও নবী, আল্লাহর রসূল। সর্বশেষ নবী।

★উযায়ের (আঃ) — ইহুদীরা তাকে আল্লাহর পুত্র বলত।

★যুল-কারনায়েন (আঃ) — বলা হয়ে থাকে তিনি আলেকজান্ডার দিগ্রেট, কিন্তু তা ঐতিহাসিক অনুমান, সঠিক নয়।

★শীস (আঃ) — লকবঃ হিবাতুল্লাহ/ আল্লাহরদান

★হউশা (আঃ) — লকবঃ মূসা (আঃ) এর বিশিষ্ট সহচর।

★শাময়ূন (আঃ) — দাউদ (আঃ) এর পূর্বে তিনি আবির্ভূত হন।

★লূত (আঃ) — ইবরাহীম (আঃ)-এর ভ্রাতুষ্পুত্র

★হুদ (আঃ) — পবিত্র কোরআনে তাঁর নাম ৭ বার এসেছে।

★সালেহ (আঃ) — নাকাতুল্লাহ/ আল্লাহর উট তাঁর মুজেযা

★ইবরাহীম (আঃ) — লবকঃ খালীলুল্লাহ/ আল্লাহর বন্ধু

★যূল কুফল (আঃ) — পবিত্র কুরআনের দুই সূরায় তাঁর নাম এসেছে।

★শোয়াইব (আঃ) — সুপ্রসিদ্ধ বক্তা ও মূসা (আঃ)-এর শ্বশুর

★খিজির (আঃ) — যার নবুয়ত সম্পর্কে মতভেদ আছে। অনেকেই তাকে নবী ও বলেন।

★মূসা (আঃ) — লকবঃ কালীম উল্লাহ/ আল্লাহর সাথে কথোপকথন  কারী

★হারুন (আঃ) — মূসা (আঃ) এর ভাই ও সুবক্তা

★দাউদ (আঃ) — সুকণ্ঠের অধিকারী ছিলেন

★সুলায়মান (আঃ) — জ্বীন ও মানুষের বাদশা ছিলেন।

★জারজীস (জজীস) — মুজাহিদ ও বনী ইসরাঈলের নবী

★খানূক (আঃ) — বনী ইসরাঈলের নবী ছিলেন।

★দানিয়াল (আঃ) — মূসা (আঃ) মৃত্যুর পর তিনি আসেন।

★হিযক্বীল (আঃ) — পবিত্র কুরআনের একটি সূরা তাঁর নামে নামকরণ করেছেন আল্লাহ।

Tag: নবীদের নামের তালিকা,  সকল নবীদের নামের তালিকা,  ২৫ জন নবীর নাম

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x