Honors And Degree Suggestion

ডিগ্রি ১ম বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র সাজেশন ২০২৩ ( কোড ১১১৬০৩) সেশন ২০২১ কমন |

1 min read

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র সাজেশন PDF | Degree 1st Year Islamic History 2nd Paper Suggestion 2023

আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের ডিগ্রি ১ম বর্ষের ২৩ ফেব্রুয়ারী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র সাজেশন নিয়ে হাজির হয়েছি।আসা করি তোমাদের উপকারে আসবে।

ডিগ্রি ১ম বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র সাজেশন ২০২৩ (সেশন ২০২১)

প্রিয় শিক্ষার্থী নিচে ডিগ্রি ১ম বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র সাজেশন ২০২৩ ফাইনাল সাজেশন দেওয়া হলো দেখে নিন।

ক বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও।

১। আরবীয় জোয়ান অব আর্ক’ কাকে বলা হয়?

উঃ আরবীয় ‘জোয়ান অব আর্ক’ বলা হয় ওয়ালিদ বিন তারিকের বোন লায়লাকে।

২.নহর-ই জুবাইদা কী?

উ: খলিফা হারুন অর রশিদের স্ত্রী সম্রাজ্ঞী জোবাইদা কর্তৃক সভায় খননকৃত একটি খালের নাম।

৩। আরবদের নিরো বলা হয় কাকে?

উঃ আব্বাসীয় খলিফা আল মুতাওয়াকিলকে ‘আরবদের নিয়ো বলা হয়।

৪। আরবদের দার্শনিক বলা হয় কাকে?

উঃ আল কিন্দিকে আরবদের দার্শনিক বলা হতো।

৫। আল-মনসুর শব্দের অর্থ কী? ।

উ:আল-মনসুর শব্দের অর্থ বিজয়ী।

৬। খলিফা হারুন-অর-রশিদের পারসিক স্ত্রীর নাম কী?

উ: মারাজিল।

৭। মুতাজিলা কোন খলিফার রাষ্ট্রধর্ম ছিল?

উ:খলিফা আল মামুনের।

৮। পর্বতের বৃদ্ধলোক কে ছিলেন?

উ:হাসান বিন সাবাহ।

৯। আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা কে?

উঃ আব্বাসীয় খিলাফতের প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আব্বাস আস সাফফাহ।

১০। বাগদাদ নগরী কে প্রতিষ্ঠা করেন?

উঃ আবু জাফর আল মনসুর।

১১। কে কত সালে ‘বায়তুল হিকমা প্রতিষ্ঠা করেন?

উঃ খলিফা আল-মান ৮০০ সালে প্রতিষ্ঠা করেন।

উঃ ‘বায়তুল হিকমা

১২। হাম্ভলী মাজহাবের প্রতিষ্ঠাতা কে?

উ: আহমদ বিন হাম্বাল।

১০। আব্বাসীয় খিলাফতের প্রথম রাজধানী কোথায় ছিল?

উঃ আব্বাসীয় খিলাফতের প্রথম রাজধানী ছিল কুফা।

১৪। জেরুজালেমকে পবিত্র স্থান বলা হয় কেন?

উঃ জেরুজালেম পৃথিবীর তিনটি ধর্ম যথা- ইসলাম, ইহুদি ও খ্রিস্টাধর্মের তীর্থ স্থান বিধায় জেরুজালেমকে পবিত্র স্থান বলা হয়।

১৫। সানবাদ কে ছিলেন?

উঃ মাজুসী সম্প্রদায়ের নেতা ছিলেন।

১৬। বার্মাকী’ শব্দের অর্থ কী?

উঃ বার্মাকী শব্দের অর্থ মন্দিরের প্রধান পুরোহিত।

১৭।রুসাফা কী?

উ:আল-মনসুর কর্তৃক রাজকুমার মাহদীর জন্য রাক্কায় প্রতিষ্ঠিত প্রসাদের নাম ‘সাফা’।

১৮। নাইসিফোরাস কে ছিলেন?

উঃ নাইসফোরাস ছিলেন রোমান সম্রাট।

১৯। নিজামীয়া মাদ্রাসা কোথায়?

উ:নিজামীয়া মাদ্রাসা বাগদাদে।

২০। সামানীয় বংশের প্রতিষ্ঠাতা কে?

উ:নসর ইবনে আহমদ।

২১। ক্রুসেড’ শব্দের অর্থ কি?

উ:ধর্মযুদ্ধ।

২২। মানারা আল মালবিয়া কি?

উঃ মানারা আল মালবিয়া হলো পেঁচানো মিনার।

২১। আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?

উঃ আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন আবু জাফর আল মনসুর।

২৪। খলিফা হারুন-অর-রশীদের পারসিক স্ত্রীর নাম কি?

উ:মারাজিল।

২৫। কত সালে বায়তুল হিকমা প্রতিষ্ঠিত হয়?

উঃ বায়তুল হিকমা ৮০০ সালে প্রতিষ্ঠিত হয়।

২৬। কোন পর্বতে গুপ্তঘাতক সম্প্রদায় তাদের দুর্গ নির্মাণ করেছিল?

উঃ আলাযুক্ত পর্বতে।

২৭।আবুল মুসলিম খোরাসানি কে ছিলেন?

উঃ আবু মুসলিম ছিলেন আব্বাসীয় আন্দোলনের অন্যতম সংগঠক এবং প্রধান সেনাপত্তি।

২৮। আরব্য রজনী কে সংকলন করেন?

উঃ ‘আরব্য রজনী’ খলিফা -অর-রশিদ সংকলন করেন।

২১। বুয়াইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?

উঃ আহমদ ইবনে সুজা।

৩০। ‘সিয়াসাতনামা গ্রন্থের লেখক কে?

উ:নিজামুল মূলক

৩১। খলিফা হারুন-অর-রশীদের সমসামগ্রিক চীনা সম্রাট কে ছিলেন?

উঃ বাগদাদের খলিফা হারুন-অর-রশীদ এরসমসামগ্রিক চীনা সম্রাট ছিলেন ফাগফু।

৩২। খলিফা আল-মামুনের উজির এর নাম কি?

উঃ খলিফা আল মামুনের উজিরের নাম ফজল ইবনে রাবী।

৩৩। কোন সেলজুক শাসককে প্রাচ্য ও প্রতীচ্যের রাজা উপাধিতে ভূষিত করা হয়?

উঃ সেলজুক শাসককে তুগ্রিল বেগকে ‘প্রাচ্য ও প্রাতীচ্যের রাজা উপাধিতে ভূষিত করা হয়।

৩৪। মুতাজিলা মতবাদের প্রতিষ্ঠাতা কে?

উঃ মুতাজিলা মতবাদের প্রতিষ্ঠাতা ছিলেন- “ওয়াসিল বিন আতা”।

৩৫। আতাবেগ কার উপাধি ছিল?

উঃ আতাবেগ’ উপাধি ছিলো নিজামুল মুলক এর।

৩৬। আসাফফাহ শব্দের অর্থ কি?

উঃ “আস সাফফাহ্ শব্দের অর্থ রক্তপিপাসু।

৩৭।  হারুন অর-রশিদের পিতার নাम কি?

উঃ খলিফা হারুন-অর-রশিদের পিতার নাম খলিফা আল-মাহদী।

৩৮। আরব্য রজনীর নায়ক কে?

উঃ খলিফা হারুন-অর-রশীদ।

৩৯। আব্বাসীয় খলিফা মোট কতজন ছিলেন?

উঃ আব্বাসীয় বংশে মোট ৩৭ জন খলিফা ছিলেন।

৪০। যাকাত শব্দের অর্থ কি?

উঃ যাকাত শব্দের অর্থ বৃদ্ধি।

৪১। আব্বাসীয় খিলাফত কখন প্রতিষ্ঠিত হয়েছিল?

উঃ ৭৫০ খ্রিস্টাব্দে।

৪২। কে বাগদাদে রাজধানী স্থাপন করেন।

উ:-আবু জাফর আল ফজল।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। আব্বাসীয় ও আশারিয়া কারা? 100%

২। ‘বায়তুল হিকমা’ সম্পর্কে সংক্ষেপে লিখ। ১০০%

৩। খলিফা আল মাহদীর পরিচয় দাও। ১০০%

৪। মালিক শাহের উপর একটি টীকা লিখ। ১০০%

৫। গুপ্তঘাতক সম্প্রদায়ের কার্যাবলি উল্লেখ কর। ১০০%

৬। বামেকী কারা?বামাকী পরিবারের একটি ধারণা দাও। ১০০%

৭। “নহর – ই – জুবাইদা” সম্পর্কে টীকা লিখ। ১০০%

৮। আব্বাসীয় স্থাপত্যের চারটি বৈশিষ্ট্য উল্লেখ কর। ১০০%

৯। ইবনে সিনা সম্পর্কে লিখ। ১০০%

১০। জাবের যুদ্ধ সম্পর্কে যা জান লিখ। ৯৯%

১১। নিজামুল মূলক এর উপর একটি টীকা লিখ। ৯৯%

১২। খলিফা আল আমিন ও মামুনের মধ্যে গৃহযুদ্ধের কারণ কী? ৯৯%

১৩। আব্বাসীয় বংশের পতনের দুটি প্রধান কারণ লিখ। ৯৯%

১৪। খলিফা আবুল আব্বাস কে? তাকে কেন “আস সাফাফাহ বলা হয়? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। খলিফা হারুন-অর-রশীদের সাথে বায়জান্টাইনের সম্পর্কে নির্ণয় কর। ১০০%

২। খলিফা আল আমিন ও মামুনের মধ্যে সংঘটিত গৃহযুদ্ধের একটি বিবরণ দাও। ১০০%

৩। বুয়াইদদের উৎপত্তি ও বিস্তার সম্পর্কে আলোচনা কর। ১০০%

৪। মুতাজিলা সম্প্রদায়ের উৎপত্তি ও তাদের মতবাদসমূহ আলোচনা কর।

৫। ক্রুসেড কী? ক্রুসেডের কারণ ও ফলাফল আলোচনা কর। ১০০%

৬। সেলজুক কারা? সেলজুকদের উত্থান-পতনের ইতিহাস লিখ। ১০০%

৭। আব্বাসীয় কারা? আব্বাসীয় বংশের পতনের কারণগুলো আলোচনা কর। ১০০%

৮। আবু মুসলিমের ভূমিকার বিশেষ উল্লেখপূর্বক আব্বাসীয় আন্দোলন সম্পর্কে আলোচনা কর। ১০০%

৯। বাগদাদ নগরী প্রতিষ্ঠার ইতিহাস ও স্থাপত্যিক বিবরণ উল্লেখ কর। ১০০%

১০। খলিফা হারুন অর রশিদের বৈদেশিক বা পররাষ্ট্রনীতি বর্ণনা কর। ৯৯%

১১। শিক্ষা ও সাংস্কৃতিক পৃষ্টপোষক হিসেবে গজনবী বংশের অবদান লিখ। ৯৯%

১২। আব্বাসীয় শাসনামলে গণিত অথবা চিকিৎসা শাস্ত্রে মুসলমানদের অবদান মূল্যায়ন করো?

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x