রাশি কয় প্রকার ও কি কি?
পদার্থবিজ্ঞান (Physics) বিষয়ের প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কী?
উত্তর : সিজিএস পদ্ধতিতে আয়তনের একক ঘন সেন্টিমিটার।
প্রশ্ন-২. আধান বলতে কী বোঝ?
উত্তর : পদার্থের মৌলিক কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মই হলো আধান।
প্রশ্ন-৩. কুলম্বের সূত্রটি লিখ।
উত্তর : নির্দিষ্ট মাধ্যমে দুটি আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের আধানের গুণফরের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যাস্তানুপাতিক এবং এর বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিযা করে।
প্রশ্ন-৪. মহাকর্ষ বল কাকে বলে?
উত্তর : মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে।
প্রশ্ন-৫. সরল তড়িৎ কোষে কী কী ত্রুটি দেখা যায়?
উত্তর : সরল তড়িৎ কোষে দুটি প্রধান ত্রুটি দেখা যায়। যথা : ক. স্থানীয় ক্রিয়া; খ. পোলারায়ন।
প্রশ্ন-৬. ব্যতিচার কাকে বলে?
উত্তর : দুটি সুসংহত উৎস হতে নিঃসৃত সমান কম্পাঙ্ক ও বিস্তারের দুটি আলোক তরঙ্গ কোনো মাধ্যমের কোনো একটি বিন্দুর মধ্য দিয়ে একই সঙ্গে গমন করলে তরঙ্গ দুটির উপরিপাতনের ফলে বিন্দুটি কখনও কখনও খুব উজ্জ্বল ও কখনও কখনও অন্ধকার দেখায়। আলোকের এ ঘটনাকে ব্যতিচার বলে।
প্রশ্ন-৭. পরিমাপ কাকে বলে?
উত্তর : পরিমাপ যােগ্য কোনাে কিছুর পরিমান নির্ণয় করাকেই পরিমাপ বলে।
প্রশ্ন-৮. প্রক্ষিপ্ত বস্তু কাকে বলে?
উত্তরঃ অভিকর্ষের প্রভাবে শূন্য স্থানে ভূমির সাথে তীর্যকভাবে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুকে প্রক্ষিপ্ত বস্তু বা প্রাস বলে।
৯। বাদুর কিভাবে পথ চলে? ব্যাখ্যা কর।
উত্তর : শব্দের প্রতিধ্বনির সাহায্যেই বাদুর পথ চলে। বাদুর চোখে দেখে না। বাদুর শব্দোত্তর কম্পাঙ্কের শব্দ তৈরি করে সামনে ছড়িয়ে দেয়। ঐ শব্দ কোনো প্রতিবন্ধকে বাধা পেয়ে আবার বাদুরের কাছে চলে আসে৷ ফিরে আসা শব্দ শুনে বুঝতে পারে যে সামনে কোনো বস্তু আছে কিনা। বাদুর এভাবে তার শিকারও ধরে। যদি বাঁধা পেয়ে শব্দ ফিরে না আসে তবে বুঝতে পারে যে ফাঁকা জায়গা আছে, সেই পথ বরাবর সে উড়ে চলে।