পদার্থের ‘অর্ধ জীবন’ কাকে বলে?
যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ভেঙে যায়, তাকে ঐ পদার্থের অর্ধ জীবন বা অর্ধায়ু বলে।
পদার্থবিজ্ঞান (Physics) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১। প্রক্ষেপক কাকে বলে?
উত্তরঃ অভিকর্ষের প্রভাবে শূন্য স্থানে ভূমির সাথে তীর্যকভাবে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুকে প্রক্ষিপ্ত বস্তু বা প্রক্ষেপক বলে।
প্রশ্ন-২। ত্রিমাত্রিক বস্তু কাকে বলে?
উত্তরঃ যে বস্তুর বিভিন্ন কর্ণার অবস্থান তিনটি স্থানাংক দ্বারা নির্দেশ করা যায় তাকে ত্রিমাত্রিক বস্তু বলে।
প্রশ্ন-৩। প্রকৃত বেগ কাকে বলে?
উত্তর : সময়ের ব্যবধান অতিক্ষুদ্র হলে সে সময় সাপেক্ষে বস্তুর সরণের পরিবর্তনকে তাৎক্ষণিক বেগ বা প্রকৃতবেগ বলে।
প্রশ্ন-৪। স্থিতিস্থাপক বল কাকে বলে?
উত্তর : স্থিতিস্থাপক সীমার মধ্যে বাহ্যিক বল প্রয়োগে কোনো স্থিতিস্থাপক বস্তুর বিকৃতি ঘটানোর পর বাহ্যিক বল অপসারণ করলে যে বলের কারণে বিকৃতি বস্তু আবার আগের অবস্থায় ফিরে আসে তাকে স্থিতিস্থাপক বল বা প্রত্যয়নী বল বলে।
প্রশ্ন-৫। প্রক্ষেপকের গতি দ্বি-মাত্রিক গতি ব্যাখ্যা কর।
উত্তর : কোনো বস্তু সমত্বরণে চলতে হলে তার উপর প্রযুক্ত বল ধ্রুব থাকতে হবে। ভূপৃষ্ঠের কাছাকাছি অল্প উচ্চতার ব্যবধানে বস্তুর উপর অভিকর্ষজ বল F = mg ধ্রুব থাকে কেননা, অভিকর্ষজ ত্বরণ, g ধ্রুব থাকে ফলে বস্তুর ত্বরণ ও ধ্রুব হয়। ভূপৃষ্ঠের সাথে তীর্যকভাবে নিক্ষিপ্ত কোন বস্তুর গতি এবং অনুভূমিকভাবে নিক্ষিপ্ত কোন বস্তুর গতি দ্বিমাত্রিক গতি এবং গতিপথ একটি উল্লম্ব তলে সীমাবদ্ধ থাকে এবং এর ত্বরণ ধ্রুব হয়। সুতরাং বলা যায় ‘প্রাসের গতি সমত্বরণে দ্বিমাত্রিক গতির একটি উৎকৃষ্ট উদাহরণ’।