গতকাল রাতে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পুলিশের হামলায় এক নার্স গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় শেবাচিম হাসপাতালের নার্সেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে কাজ বন্ধ রেখে হাসপাতাল পরিচালকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করছেন। এ ঘটনার দ্রুত বিচার না হলে কর্মবিরতিতে যাওয়ার হুমকি দিয়েছেন অ্যাসোসিয়েশনের নেতারা।
জানা যায়, গতকাল বুধবার রাত ১২টায় বরিশাল নগরীর রুপাতলী উকিলবাড়ি সড়ক এলাকায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত হন টুরিস্ট পুলিশের পরিদর্শক সালাউদ্দিন। এ সময় তাকে উদ্ধার করে অন্য পুলিশ সদস্যরা শেবাচিম হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগে তুচ্ছ বিষয় নিয়ে সিনিয়র স্টাফ নার্স সাইফুল ইসলামের সঙ্গে পুলিশ সদস্যদের তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে পুলিশ সদস্যরা সিনিয়র স্টাফ নার্স সাইফুল ইসলামকে মারধর করলে তিনি গুরুতর আহত হন।
এ বিষয়ে শেবাচিম হাসপাতাল নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা কর্মস্থলে নিরাপদ নই। আমাদের ওপর প্রায়ই হামলা চালানো হচ্ছে। ভাই সাইফুলকে মারধর করেছে কয়েকজন পুলিশ সদস্য। আমরা পরিচালকের কার্যালয় ঘেরাও করেছি। এই হামলার উপযুক্ত বিচার না হলে ধর্মঘটে যাব।’
এ ব্যাপারে বরিশালের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, টুরিস্ট পুলিশের কয়েজন সদস্যের সঙ্গে এক ব্রাদারের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পুরো বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছেন হাসপাতাল ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্সকে গতকাল বুধবার রাতে মারধরের ঘটনা শুনেছি। কারা করেছে বিষয়টি খোঁজ নিয়ে আমাদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।