পড়াশোনা
1 min read

কেস স্টাডি কাকে বলে? কেস স্টাডি পদ্ধতির শ্রেণিবিভাগগুলির নাম | কেস স্টাডিতে কী ধরনের তথ্য সংগ্রহ করা হয়?

কেস স্টাডি কাকে বলে?

P V Young-এর মতে, “ঘটনা অনুধ্যান হল এমন একটি পদ্ধতি যেখানে একটি সামাজিক এককের জীবনধারা অনুসন্ধান ও বিশ্লেষণ করা সম্ভবপর হয় এবং সেই সামাজিক এককে বিদ্যমান থাকে কোনো ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান, সাংস্কৃতিক দল বা সমগ্র সম্প্রদায়ও।”

কেস স্টাডি পদ্ধতির শ্রেণিবিভাগগুলির নাম

সাধারণভাবে কেস স্টাডি পদ্ধতির প্রকারভেদগুলি হলো –

১) ঐতিহাসিক ঘটনা অনুধ্যান

২) পর্যবেক্ষণমূলক ঘটনা অনুধ্যান

৩) মৌখিক তথ্যনির্ভর ঘটনা অনুধ্যান

৪) পরিস্থিতিমূলক ঘটনা অনুধ্যান

৫) চিকিৎসা সম্পর্কিত ঘটনা অনুধ্যান

৬) একাধিক ঘটনা অনুধ্যান

কেস স্টাডিতে কী ধরনের তথ্য সংগ্রহ করা হয়?

কেস স্টাডিতে নিম্নলিখিত তথ্যগুলি সংগ্রহ করা হয়।

ক) শারীরিক, মানসিক, বৌদ্ধিক, প্রাক্ষোভিক, আর্থসামাজিক এবং কৃষ্টিগত পরিবেশ সম্পর্কিত তথ্য।

খ) পরিবারের অতীত এবং বর্তমান অবস্থা।

গ) শিক্ষার্থীর বিকাশ এবং বর্তমান অবস্থা।

কেস স্টাডি প্রস্তুতিতে অসুবিধা

কেস স্টাডি প্রস্তুতিতে ২টি অসুবিধা হলো –

১) এটি অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ।

২) যথেষ্ট অভিজ্ঞ না হলে কেস স্টাডি করা উচিত নয়।

এই ধরনের অভিজ্ঞ ব্যক্তির সংখ্যা কম।

Rate this post