পড়াশোনা
1 min read

তেজস্ক্রিয়তার সর্বোচ্চ অনুমোদনযোগ্য সীমা কত? প্রযুক্তিগত উপায়ে তেজস্ক্রিয় দূষণ কিভাবে নিয়ন্ত্রণ করা যায়?

Updated On :

তেজস্ক্রিয়তার সর্বোচ্চ অনুমোদনযোগ্য সীমা কত?

তেজস্ক্রিয়তার সর্বোচ্চ অনুমোদনযোগ্য মাত্রা বিভিন্ন অবস্থায়, সমুদ্রপৃষ্ঠ থেকে বিভিন্ন উচ্চতায় বসতভিটা, বিভিন্ন বয়সের মানুষের জন্য কিছুটা আলাদা। আমেরিকা যুক্তরাষ্ট্রে তেজস্ক্রিয়তার নিরাপদ সীমা হলো 3000 মিলিরেম। প্রসঙ্গত 1 মিলিরেম = 1/1000 রেম।

আইনগত উপায়ে তেজস্ক্রিয় দূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা যায়?

বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে এবং ওই আইন উপযুক্ত ক্ষেত্রে প্রয়োগ করে পরিবেশে তেজস্ক্রিয় দূষণের মাত্রা কমিয়ে ফেলা যায়। এ ক্ষেত্রে উল্লেখ করা দরকার যে, ভারতে অ্যাটমিক এনার্জি আইন, ১৯৬২ এবং অ্যাটমিক এনার্জি (রেডিয়েশন প্রোটেকসন) রুলস, ২০০৪-এ তেজস্ক্রিয় দূষণ প্রতিরোধ করার জন্য আইন ব্যবস্থা আছে।

প্রযুক্তিগত উপায়ে তেজস্ক্রিয় দূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা যায়?

১) তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয় এমন কলকারখানায় প্রযুক্তিগত উন্নতি ঘটিয়ে তেজষ্ক্রিয় দূষণ নিয়ন্ত্রণ করা যায়।

২) তেজস্ক্রিয়তা প্রতিরোধী পোশাকের সাহায্যে পারমাণবিক চুল্লি বা বিদুৎ উৎপাদন কেন্দ্রের তেজস্ক্রিয়তার হাত থেকে রক্ষা করা যায়।

৩) তেজস্ক্রিয় পদার্থের সঙ্গে কাজকর্মের সময় কমিয়ে শ্রমিককে তেজস্ক্রিয়তার বিপদ থেকে রক্ষা করা যায়।

৪) বায়ুমণ্ডলে পরীক্ষামূলকভাবে পারমাণবিক বিস্ফোরণ নিয়ন্ত্রণ করা দরকার।

৫) তেজস্ক্রিয় বর্জ্যপদার্থের অপসারণের কাজে উন্নত প্রযুক্তি ও সতর্কতা প্রয়োজন।

৬) তেজস্ক্রিয় পদার্থ খনি থেকে উত্তোলনের কাজে wet drilling পদ্ধতি অবলম্বন করা দরকার।

Rate this post