ডিজিটাল ডিভাইস (Digital Device) বলতে কী বোঝায়?
ডিভাইস অর্থ যন্ত্রপাতি। ডিজিটাল সার্কিট দিয়ে তৈরি যন্ত্রপাতিকে ডিজিটাল ডিভাইস (Digital Device) বলে। বুলিয়ান অ্যালজেবরার নিয়ম অনুসারে ডিজিটাল লজিক গেইট তৈরি করা হয়। বিভিন্ন ডিজিটাল লজিক গেইট দিয়ে তৈরি করা হয় ডিজিটাল সার্কিট। আর এই ডিজিটাল সার্কিট দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ইলেক্ট্রনিক যন্ত্রপাতি। এসব যন্ত্রপাতিকে ডিজিটাল ডিভাইস বলা হয়। কম্পিউটার যন্ত্রপাতি, মোবাইল ফোন, ডিজিটাল ক্যামেরা এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ যাবতীয় ইলেক্ট্রনিক যন্ত্রপাতি ডিজিটাল ডিভাইসের অন্তর্ভুক্ত। যে ইলেক্ট্রনিক যন্ত্র তথ্য জমা রাখে এবং প্রয়োজনমতো ডিজিটাল ফাইল হিসাবে প্রদর্শন করে তাকে ডিজিটাল ডিভাইস বলা হয়। যেমন- এনকোডার, ডিকোডার, অ্যাডার, রেজিস্টার ইত্যাদি।