Buoyancy কাকে বলে?
স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে Buoyancy বা প্লবতা বলে।
পদার্থবিজ্ঞান (Physics) বিষয়ের প্রশ্ন ও উত্তর
১। সুসংগত উৎস কী?
উত্তর : দুটি আলোক উৎস থেকে নির্গত আলোক তরঙ্গের কম্পাঙ্ক বা তরঙ্গদৈর্ঘ্য সমান, বিস্তার সমান বা প্রায় সমান এবং দশা সর্বদা পরস্পরের সাথে একই হলে বা নির্দিষ্ট দশা-পার্থক্য বজায় থাকলে, এরূপ দুটি ক্ষুদ্র ও খুব কাছাকাছি স্থাপিত উৎসকে সুসংগত উৎস বলে।