General Knowledgeপড়াশোনা
1 min read

সবচেয়ে বড় বাংলা শব্দ কোনটি?

সবচেয়ে বড় বাংলা শব্দ হলোঃ “লশুনপলান্ডগুঞ্জনোকুম্ভীশ্রাপতন্নোসুতকান্নাভোজ্যান্নমধূমাংসরেতোহমেধ্যাভক্ষভক্ষণেগায়ত্রাস্টসহ”

রাজা রাম মোহন রায়ের প্রতিদ্বন্দী হিসেবে আদি কবি কাশিনাথ ১৪ বর্ণের একটি শব্দ সৃস্টি করেছিলেন সেটি হলো “সুবর্ণরজতযুক্তজলকবণক”, কিন্তু কাশিনাথেরর মৃত্যুর পরে তারই এক কাব্যগ্রন্থ থেকে আবিস্কৃত হয় ৪১ বর্ণের একটি শব্দ, আর এটিই এপর্যন্ত বাংলায় সবথেকে বড় একক শব্দ হিসেবে স্বীকৃত যা গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও স্থানপ্রাপ্ত, ৪১ বর্ণের সেই শব্দটি হলো “লশুনপলান্ডগুঞ্জনোকুম্ভীশ্রাপতন্নোসুতকান্নাভোজ্যান্নমধূমাংসরেতোহমেধ্যাভক্ষভক্ষণেগায়ত্রাস্টসহ” এটি একটি ফলের নাম বলে প্রচলিত ছিল।

এছাড়াও বাংলা কিছু বড় শব্দঃ

  1. “কম্বুকন্ঠান্দোলিতপিবঢ়যৌবনাভারাবনতদেহা
  2. অঘটঘটনপটিয়সী – অর্থ: অসাধ্যসাধনে পটু (স্ত্রীবাচক শব্দ)।
  3. কিংকর্তব্যবিমূঢ় – অর্থ: র্কতব্য স্থির রিতে অক্ষম এমন। (আমার মনে হয় এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়)।
  4. নিশীথবনবিলাসিনী – রাতে বনে ঘুরে বেড়াতে পছন্দ করে যে (স্ত্রীবাচক শব্দ)।

বাংলা ভাষায় সবচেয়ে বড় শব্দ কোনটা এটা বলা মুশকিল। তবে কিছুকিছু শব্দ আছে অনেক বড় এবং দূর্বোদ্ধ যেমন:-

১. অঘটনঘটনপটীয়ান। অর্থ- অসাধ্য সাধনে পটু (স্ত্রীবাচক শব্দ)।

২. কিংকর্তব্যবিমূঢ় অর্থ- র্কতব্য স্থির রিতে অক্ষম এমন।

৩. নিশীথবনভ্রমণবিলাসিনী/নিশীথবনবিলাসিনী। অর্থ – রাতে বনে ঘুরে বেড়াতে পছন্দ করে যে  নারী (স্ত্রীবাচক শব্দ)।

৪. প্রত্যুৎপন্নমতিত্ব। অর্থ- উপস্থিত বুদ্ধির প্রয়োগ।

৫. ভীণষউজ্জলোচনপ্রাণ। অর্থ – চোখগুলো জ্বলজ্বল করছে।

আবার অনেক শব্দ আছে যার অর্থ অষ্পষ্ট এবং অভিধানেও এর সঠিক উত্তর পাওয়া দুষ্কর। যেমন-

১. দক্ষিণায়নান্তবৃত্তসম্বন্ধীয়।

২. উষ্ট্রকণ্টকভোজনন্যায়।

৩. নাতিশীতোষ্ণমন্ডলানুরূপ।

৪. উষ্ট্রকন্টকভোজনন্যায়

এছাড়া আরো কিছু শব্দ আছে যা অভিধানের বাইরে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখায় পাওয়া যায়-

১. মন্দারঘর্ষণপীড়িতবাসুকিনিশ্বাসনির্গত

২. ধন্বন্তরিভাণ্ডনিঃসৃত

৩. বিষমোজ্জলাবিভাসিতলোচনপ্রান্তে।

৪. প্রফুল্লনীলোৎপলদলতুল্য।

৫. ধন্বন্তরিভাণ্ডনিঃসৃত।

৬. মদনমদোন্মদহলাহলকলসীতুল্য।

উপরোক্ত শব্দের অর্থ জানা থাকলে আমাকে জানাতে ভুলবেন না দযা করে। কিন্তু শব্দগুলোর অর্থ বুঝাতে গিয়ে আপনি পাগল হলে তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবেন আপনি নিজে।

 

Rate this post