বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল: শিক্ষামন্ত্রী

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, পুরুষের পাশাপাশি নারীরা এগিয়ে যাচ্ছে সব ক্ষেত্রে। তবে শিশু বয়স থেকেই নারী-পুরুষ সমতা নিশ্চিত করতে হবে। সবার আগে নারীর প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতা দূর করতে হবে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সংসদসহ সর্বস্তরে প্রতিনিধিত্ব নিশ্চিত করে নারীর ক্ষমতায়নে বাংলাদেশে এখন বিশ্বে রোল মডেল।মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ২০৪১ সালের মধ্যে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ৫০ শতাংশে উন্নিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

এর আগে নারী দিবসের প্রথম প্রহরে নারীর প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতা দূর করতে হবে, কারণ নারীকে পিছিয়ে দেওয়ার এটাই সবচেয়ে বড় কারণ বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *