Similar Posts
অগ্রগামী তরঙ্গ কাকে বলে? স্থির তরঙ্গ ও অগ্রগামী তরঙ্গের পার্থক্য কি?
যে তরঙ্গ উৎস হতে উৎপন্ন হয়ে সময়ের সাথে সাথে অগ্রসরমান বা চলমান হয় তাকে অগ্রগামী তরঙ্গ বলে। অগ্রগামী তরঙ্গ আড় বা অনুদৈর্ঘ্য এবং লম্বিক বা অনুপ্রস্থ উভয় ধরনের হতে পারে। অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য অগ্রগামী তরঙ্গের নিচের বৈশিষ্ট্য দেখা যায়। যথা– কোনো মাধ্যমের একই প্রকার কম্পনে এই তরঙ্গের উৎপত্তি হয়। এটি একটি সুষম মাধ্যমের মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট…
পানি বিষয়ক কিছু প্রশ্ন
প্রশ্ন: বিশুদ্ধ পানি কাকে বলে? উত্তর : যে পানি স্বচ্ছ, বর্ণহীন, গন্ধহীন, যাতে কোনো ভাসমান জৈব কিংবা অজৈব পদার্থ থাকে না এবং যাতে কোনো রোগজীবাণু নেই তাকে বিশুদ্ধ পানি বলে। প্রশ্ন : বায়ুর জলীয়বাষ্প ঠাণ্ডা হয়ে কিসে পরিণত হয়? উত্তর : বায়ুর জলীয়বাষ্প ঠাণ্ডা হয়ে পানি কণায় পরিণত হয়। প্রশ্ন : পানির অপর নাম কী?…
সালোকসংশ্লেষণ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. সালোকসংশ্লেষণ কী? উত্তর : যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদেরা সূর্যের আলোয় তাদের নিজের খাদ্য নিজেরা তৈরি করে তাকে সালোকসংশ্লেষণ বলে। প্রশ্ন-২. সালোকসংশ্লেষণের পর্যায় কয়টি ও কি কি? উত্তর : সালোকসংশ্লেষণের পর্যায় দুটি। যথা- (১) আলোক পর্যায় ও (২) অন্ধকার পর্যায়। প্রশ্ন-৩. উদ্ভিদের কোন অংশ সালোকসংশ্লেষণে অংশ নেয়? উত্তর : উদ্ভিদের পাতার সবুজ প্লাস্টিড সালোকসংশ্লেষণে অংশ নেয়। প্রশ্ন-৪. সালোকসংশ্লেষণের সময় বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড কীভাবে পাতায়…
তাপমণ্ডল কাকে বলে? তাপমণ্ডলের বৈশিষ্ট্য কি কি? Thermosphere in Bangla
মেসোবিরতির ওপরের অংশকে তাপমণ্ডল (Thermosphere) বলে। এটি থার্মোস্ফিয়ার নামেও পরিচিত। এ স্তর গামা রশ্মি ও এক্স-রে শোষণ করে নেয়। এছাড়া এ স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। তাপমণ্ডলের বৈশিষ্ট্য তাপমণ্ডলের বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো– এই স্তরটি প্রায় বায়ুশূন্য। এই স্তরে বায়ুর তাপমাত্রা দ্রুত বাড়ে। এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে।
জনপ্রিয় কয়েকটি এন্টিভাইরাস প্রোগ্রামের নাম লিখ।
ভাইরাস প্রতিরোধের জন্য চাই শক্তিশালী এন্টিভাইরাস প্রোগ্রাম। প্রতিদিন সারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে অসংখ্য নতুন নতুন ভাইরাস সৃষ্টি হচ্ছে। এসব ভাইরাসের উপর গবেষণা করে এর প্রতিষেধক অর্থাৎ এন্টিভাইরাসও তৈরি হচ্ছে। বর্তমান বিশ্বে জনপ্রিয় কয়েকটি এন্টিভাইরাস হলো- ১. এভিজি (AVG) ২. অ্যাভাস্ট (AVAST) ৩. অ্যাভিরা (Avira) ৪. ক্যাসপারেস্কি (Kaspersky) ৫. ম্যাকএফির ভাইরাস স্ক্যান (McAff’s Virus Scan)…
সপ্তম শ্রেণির বিজ্ঞান ৪র্থ অধ্যায় প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১। নিম্ন শ্রেণির প্রাণী কীসের সাহায্যে শ্বসন সম্পন্ন করে? উত্তরঃ নিম্ন শ্রেণির প্রাণীরা প্রধানত ত্বক ও ট্রাকিয়ার মাধ্যমে শ্বসন সম্পন্ন করে। প্রশ্ন-২। জীবের শ্বসন কার্য কখন ঘটে? উত্তরঃ জীবের শ্বসন কার্য দিন-রাত্রি সব সময় ঘটে। প্রশ্ন-৩। বহিঃশ্বসন পর্যায়ে কী ঘটে? উত্তরঃ বহিঃশ্বসন পর্যায়ে ফুসফুস এবং রক্তজালিকা বা কৈশিক নালির মধ্যে অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের বিনিময় ঘটে। বহি:শ্বসনের প্রশ্বাসে অক্সিজেনযুক্ত বায়ু…