বাজ পড়লে টিভি সেটের ক্ষতি হয় কেন?
কাছাকাছি বাজ পড়লে বা বিদ্যুৎ চমকালে কিছুটা চার্জ অ্যাণ্টেনা দিয়ে টিভি সেটে চলে আসে। এর ফলে জোর বিদ্যুৎ চমকালে টিভি সেটের পিকচার টিউব ক্ষতিগ্রস্থ হতে পারে। শুধু টিভি সেটই নয়, বাড়ির অন্য যেকোনো বৈদ্যুতিক যন্ত্রপাতির ক্ষেত্রেই বোর্ড থেকে সংযোগ বিচ্ছিন্ন করে রাখাই ভালো।