রেলওয়ে সম্পর্কে চাকরি পরীক্ষায় আসার মত গেুরুত্বপূর্ণ প্রশ্ন

সবাই অবগত আছি,বাংলাদেশ রেলওয়েতে বিশাল নিয়োগ কার্যক্রম চলছে। 

সেই ধারাবাহিকতায় লিখিত পরীক্ষাসহ ভাইভা প্রস্তুতিতে আরো ভাল করার জন্য বিগত প্রশ্নের আলোকে  সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের আয়োজন।
বাংলদেশ রেলওয়ের প্রতিটা প্রশ্ন নোট করে রাখুন আশা করছি কমন পাবেন।
 প্রথম আপানাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে আমাদের প্রশ্ন পর্ব
 শুরু করব।
অনেক মেয়ে প্রার্থীরা জিঙ্গাসা করেছেন, যে মেয়েরা কি বাংলাদেশ রেলওয়েরে পয়েন্টসম্যান পদে চাকরি পাবে বা চাকরি করতে পারবে?
বর্তমান সময়ে সকল জায়গায় মেয়েদে অবদান আছে এটা মানতে হবে আপনাকে,
রেলওয়ের পয়েন্টসম্যান পদে এর আগে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়নি তাই আনেকেই বিষয়টা সহজ ভাবে নিতে পারছনে না, আর এই পয়েন্টসম্যান পদটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে একজন বিচক্ষণ কর্মী তারা নিয়োগ দেবে, আট ঘন্টা ডিউটি, তিনজন কর্মী একই স্থানে নিয়োগ পাবে সেখানে নারী হিসেবে  আপনি নিয়োগ পেলে এই পদে প্রথম নারী হবেন আপনি।
একটা ছেলে যে দায়ীত্ব এখানে পালন কেরতে পারবে সেটা একজন মেয়ে ধারা সম্ভব নয় আর এখানে অনেক কোলাহলে আপনাকে কাজ করতে হবে, সব সময় এলার্ট থাকতে হবে, তাই সব কিছু মিলিয়ে কর্তৃপক্ষ যেহেতু আবেদনের অনুমতি দিয়েছে তাই পরীক্ষাতে ভাল করলে চাকরিটাও হবে।
সব মিলিয়ে বলব,, চাকরি পরের কথা ,আবেদন করে থাকলে পরীক্ষাটা দেন।
বাংলাদেশ রেলওয়ের সদর দপ্তর কোথায়?

বাংলাদেশ রেলওয়ের সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
বাংলাদেশ রেলওয়ের যাত্রা শুরু করে কবে বা প্রতিষ্ঠিত হয় কবে?
১৮৬২ সালের ১৫ই নভেম্বর গৌরবময় যাত্রা শুরু করে।
 
বাংলাদেশ রেলওয়েকে মূলত কয়টি অংশে ভাগ করা হয়?
বাংলাদেশ রেলওয়েকে মূলত দুইটি অংশে ভাগ করা হয়।
১)একটি অংশ যমুনা নদীর পূর্ব পাশে
২) অপরটি পশ্চিম পাশে।
 
কোন কোম্পানি প্রথম বাংলাদেশে রেলপথ স্থাপন করে?
ইস্টার্ন বেঙ্গল কোম্পানি প্রথম বাংলাদেশে রেলপথ স্থাপন করে। ১৮৬২ সালের ১৫ই নভেম্বর
রেলওতে বালাদেশে কত রকমের গেজ চালু আছে বা 
বাংলাদেশ রেলওয়ের কত ধরনের লাইন আছে?
তিন রকমের গেজ চালু আছে?
 ৮৩১.৫৪ কি:মি: ব্রড গেজ,
১৬৫২.১৫ কি:মি: মিটার গেজ
ও ৫৩৫.১৯ কি:মি: ডুয়েল গেজ বা ন্যানো গেজ।
 
কোন লাইনে রেল চলাচল বন্ধ আছে?
উত্তর : ন্যারোগেজ
র্তবমানে দেশে আন্তঃনগর ট্রেন কতটি?
উত্তর : ৪০টি।
বর্তমানে দেশে আন্তঃনগর ট্রেন কতটি?
উত্তর : ৪০টি।
রেলওয়ের কারখানা কোথায় কোথায় অবস্থিত?
উত্তর : পাহাড়তলী, সৈয়দপুর, ছাতক (শুধু স্লিপার), পার্বতীপুরে ওয়ার্কশপ আছে।
 
প্রশ্ন : রেলপথের প্রস্থ কত?
উত্তর : মিটারগেজ : ৩ ফুট-৩.৭৫ ফুট, ব্রডগেজ : ৫-৬/১.৫ মিটার।
 
প্রশ্ন : রেলপথের প্রস্থ কত?
উত্তর : মিটারগেজ : ৩ ফুট-৩.৭৫ ফুট, ব্রডগেজ : ৫-৬/১.৫ মিটার।
বর্তমান বাংলাদেশের রেল মন্ত্রীর নাম কি?
জনাব মোঃ নূরুল ইসলাম সুজন, এমপি মাননীয় মন্ত্রী, রলপথ মন্ত্রণারয়
 
বার্তমান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের নাম কি?
জনাব ধীরেন্দ্র নাথ মজুমদার, মহাপরিচালক, বাংরাদেশ রেলওয়ে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *