সুরা নং – ০৯৩ : আদ-দোহা (পূর্বাহ্নের সূর্যকিরণ), মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা – ১১, অবতীর্ণের অনুক্রম – ০১১
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
[1] وَالضُّحىٰ
[1] অদ্ব্দ্বুহা
[1] শপথ পূর্বাহ্নের,
[2] وَالَّيلِ إِذا سَجىٰ
[2] অল্লাইলি ইযা- সাজ্বা
[2] শপথ রাত্রির যখন তা গভীর হয়,
[3] ما وَدَّعَكَ رَبُّكَ وَما قَلىٰ
[3] মা অদ্দা‘আকা রব্বুকা অমা- ক্বলা
[3] আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি।
[4] وَلَلءاخِرَةُ خَيرٌ لَكَ مِنَ الأولىٰ
[4] অলাল্ আ-খিরাতু খাইরুল্লাকা মিনাল্ ঊলা
[4] আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়।
[5] وَلَسَوفَ يُعطيكَ رَبُّكَ فَتَرضىٰ
[5] অলাসাওফা ইয়ু’ত্বীকা রব্বুকা ফার্তাদ্বোয়া
[5] আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন।
[6] أَلَم يَجِدكَ يَتيمًا فَـٔاوىٰ
[6] আলাম্ ইয়াজ্বিদ্কা ইয়াতীমান্ ফাআ-ওয়া
[6] তিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।
[7] وَوَجَدَكَ ضالًّا فَهَدىٰ
[7] অওয়াজ্বাদাকা দ্বোয়া-ল্লান্ ফাহাদা
[7] তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন।
[8] وَوَجَدَكَ عائِلًا فَأَغنىٰ
[8] অওয়াজ্বাদাকা ‘আ-য়িলান্ ফাআগ্না
[8] তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন।
[9] فَأَمَّا اليَتيمَ فَلا تَقهَر
[9] ফাআম্মাল্ ইয়াতীমা ফালা-তাক্বর্ ্হা
[9] সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না;
[10] وَأَمَّا السّائِلَ فَلا تَنهَر
[10] অআম্মাস্ সা-য়িলা ফালা-তার্ন্হা
[10] সওয়ালকারীকে ধমক দেবেন না।
[11] وَأَمّا بِنِعمَةِ رَبِّكَ فَحَدِّث
[11] অ আম্মা-বিনি’মাতি রব্বিকা ফাহাদ্দিছ্
[11] এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন।
বি.দ্র: অন্য ভাষায় কুরআন সঠিক উচ্চারণ লেখা কখনই সম্ভব নয়। অনুগ্রহপূর্বক কষ্ঠ করে আরবি শিখে নিবেন।