লাইলাতুল কদর বা শবে কদরের নামজের নিয়ত

লাইলাতুল কদর বা শবে কদরের রাতে কুরআন নাযিল হয়। তাই এ রাতটি হাজার মাসের রাত থেকে উত্তম।এ রাতটির জন্য মুমিনরা দীর্ঘ এক বছর অপেক্ষা করে। প্রত্যেক বছর রোজার মাসের শেষ দশ রাতের যেকোনো বিজোড় রাতে এটি সংঘটিত হয়।

এ রাতের ইবাদাত বন্দেগী হাজার মাসের রাতের ইবাদাত বন্দেগীর সমান। তাই এ রাতের মর্যাদার দিকে লক্ষ্য করে প্রত্যেক মুসলমান নর-নারীর গুনাহ মাপের জন্য সমস্ত রাত জাগিয়া নফল নামাজ, কুরআন তেলাওয়াত, যিকির ইত্যাদির মাধ্যমে অতিবাহিত করা উচিত। কারণ আল্লাহ তা’আলা এ রাতের উছিলায় প্রত্যেকের গুনাহ মাফ করে দিবেন। চলুন শবে কদরের নামাজের নিয়ত সম্পর্কে জেনে নেই –

শবে কদর বা লাইলাতুল কদর নামাজের নিয়ত

বাংলা উচ্চারণঃ “নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তা’আলা রাকআতাই ছালাতিল লাইলাতিল ক্বাদরি সুন্নাতু রাসূলিল্লাহি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।”

অর্থ: “আমি কিবলামুখী হয়ে আল্লাহর (সন্তুষ্টির) জন্য শবে কদরের দুই রাকআত নফল নামাজ পড়ার নিয়ত করলাম- আল্লাহু আকবর।”

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *