পড়াশোনা

কোড কি? বহুল ব্যবহৃত কয়েকটি কোড

1 min read

কোড কি?

কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ,সংখ্যা বা বিশেষ চিহ্নকে আলাদা আলাদাভাবে CPU কে বুঝানোর জন্য বাইনারি বিট অর্থাৎ, 0 বা 1 রূপান্তর করে বিভিন্নভাবে সাজিয়ে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। এই অদ্বিতীয় সংকেতকেই কোড বলে।

ডাটা ইনপুটের জন্য কোডিং এর দরকার হয়। প্রসেসিং শেষ করার পর আবার আউটপুটকে ডিকোডিং করা হয়। এ উপায়ে কোডকে আবার বর্ণ, সংখ্যা বা চিহ্নে রূপান্তর করা হয়। ব্যবহারের ভিত্তিতে কোডকে বিভিন্নভাবে ভাগ করা হয়।

বহুল ব্যবহৃত কয়েকটি কোড

নিম্নে বহুল ব্যবহৃত কয়েকটি কোডের নাম দেওয়া হলো –

  • অক্টাল কোড (Octal Code)
  • হেক্সাডেসিমাল কোড (Hexadecimal Code)
  • বিসিডি কোড (BCD Code)
  • আলফানিউমেরিক কোড (Alphanumeric Code)
  • অ্যাসকি কোড ( ASCII Code)
  • ইবিসিডিআইসি কোড ( EBCDIC Code)
  • ইউনিকোড (Uni Code)
  • মোর্স কোড ( Morse Code)
  • গ্রে কোড (Gray Code) ইত্যাদি ।

বর্তমানে অ্যাসকি কোড ও ইউনিকোড বেশি ব্যবহৃত হয়।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x