আগরতলা ষড়যন্ত্র মামলা কি? এ মামলার আসামি কয়জন এবং কে কে?

১৯৬৮ সালের জানুয়ারি মাসল পাকিস্তান সরকার ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে সেনাবাহিনীর কিছু কর্মরত ও প্রাক্তন সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি অফিসারদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার যে মামলা দায়ের করে তা আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত।

১৮ জানুয়ারি এ মামলার জন্য মুজিবকে গ্রেফতার করার পর সরকারি প্রেস নোটে বলা হয় যে – ” শেখ মুজিবসহ গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ঢাকাস্থ ভারতীয় ডেপুটি হাইকমিশনের সাথে যোগাযোগ রক্ষা করে আসছিল এবং পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে সঙ্ঘবদ্ধ হচ্ছিলো। শেখ মুজিবুর রহমান ও তার সহযোগীরা ভারতের আগরতলায় গোপন বৈঠকে বসে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার ষড়যন্ত্র করেছিলো।”

এ মামলার মোট আসামি ছিল ৩৫ জন। মামলার শিরোনাম ছিল “রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য”। এ মামলার খবর ফাঁস করেন আমীর হোসেন। ভারতের ত্রিপুরার আগরতলা শহরে ভারতীয় পক্ষ ও আসামীপক্ষদের মধ্যে এ ষড়যন্ত্রের পরিকল্পনা হয়েছিল বলে একে আগরতলা ষড়যন্ত্র মামলা বলা হয়।

আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে এই মামলা এবং এ মামলার প্রতিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। পূর্ব পাকিস্তানের জনগণের তীব্র আন্দোলনের মুখে পাকিস্তান সরকার এ মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়।

আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কয়জন?

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ৩৫ জন। এরা হলো –

ক্রমিক নং নাম
০১ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
০২ কমান্ডার মোয়াজ্জেম হোসেন
০৩ স্টুয়ার্ড মুজিবুর রহমান
০৪ প্রাক্তন এল.এস সুলতান উদ্দিন আহমেদ
০৫ সিডিআই নূর মোহাম্মদ
০৬ আহমেদ ফজলুর রহমান সিএসপি
০৭ ফ্লাইট সার্জেন্ট মাহফিজউল্লাহ
০৮ প্রাক্তন কর্পোরাল আবুল বাশার
০৯ রুহুল কুদ্দুস সিএসপি
১০ প্রাক্তন হাবিলদার দলিল উদ্দিন
১১ মোহাম্মদ আবদুস সামাদ
১২ ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক
১৩ ভূপতিভুষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী
১৪ বিধানকৃষ্ণ সেন
১৫ সুবেদার আব দুর রাজ্জাক
১৬ প্রাক্তন হাবিলদার ক্লার্ক মুজিবুর রহমান
১৭ প্রাক্তন ফ্লাইট সার্জেন্ট মো. আবদুর রাজ্জাক
১৮ সার্জেন্ট জহুরুল হক
১৯ ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক
২০ ভূপতিভুষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী
২১ ক্যাপ্টেন খুরশিদ উদ্দিন আহমেদ এএমসি
২২ খান মোহাম্মদ শামসুর রহমান সিএসপি
২৩ হাবিলদার আজিজুল হক
২৪ মাহফুজুল বারী
২৫ সার্জেন্ট শামসুল হক
২৬ মোহাম্মদ আলী রেজা
২৭ প্রাক্তন সুবেদার এ.কে.এম তাজুল ইসলাম
২৮ লে. এস.এম.এম রহমান
২৯ মো. মাহবুব উদ্দিন চৌধুরী
৩০ সার্জেন্ট আবদুল জলিল
৩১ ক্যাপ্টেন এ.এন.এম নুরুজ্জামান
৩২ ক্যাপ্টেন খন্দকার নাজমুল হুদা এএমসি
৩৩ ক্যাপ্টেন এ শওকত আলী মিয়া
৩৪ ক্যাপ্টেন মো. আবদুল মোতালেব
৩৫ শামসুল আলম এএমসি

 

Leave a Comment

x