খান একাডেমি কি? শিক্ষাক্ষেত্রে এর ভূমিকা

একটি মার্কিন অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠান হলো খান একাডেমি। বর্তমান বিশ্বের জনপ্রিয় শিক্ষা সাইট এটি, যেখানে ভিডিওর মাধ্যমে বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা উপস্থাপন করা হয়। বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খানে ২০০৮ সালে এ সাইটটি প্রতিষ্ঠা করেন।

এ প্রতিষ্ঠানের স্লোগান হলো, “সকলের জন্য, সবজায়গায় বিনামূল্যে বিশ্বমানের শিক্ষাদান”। এই স্লোগানেই এটি কাজ করে আসছে।

খান একাডেমি সম্পর্কে কিছু তথ্য

প্রতিষ্ঠাতা / মালিক সালমান খান
প্রতিষ্ঠাকাল সেপ্টেম্বর, ২০০৮
প্রতিষ্ঠার ধরণ অলাভজনক
অবস্থান মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া
সার্ভিস ই- লার্নিং শিক্ষা
দাপ্তরিক ভাষা ৩৭ টি
নীতিবাক্য “সকলের জন্য, সবজায়গায় বিনামূল্যে বিশ্বমানের শিক্ষাদান”
ওয়েবসাইট bn.khanacademy.org

শিক্ষাক্ষেত্রে খান একাডেমির ভূমিকা

ইন্টারনেটকে কাজে লাগিয়ে কিভাবে শিক্ষা সহায়ক প্লাটফর্ম গড়ে তলা যায় – এই চিন্তাধারা থেকেই খান একাডেমির পথ শুরু হয়। এ সাইটে শিক্ষণীয় বিভিন্ন বিষয়ে সালমান খানের ৩৪০০ টি ছোট ছোট ভিডিও আছে। এর মাঝে গণিত, ইতিহাস, স্বাস্থ্যসেবা, বিজ্ঞান, কম্পিউটার, রসায়ন, জীববিজ্ঞান, রসায়ন, অর্থনীতি ইত্যাদি রয়েছে। বাংলা ভাষাতেও সালমান খানের ভিডিও পাওয়া যায়।

বাংলা ভাষায় সালমান খানের ভিডিওর সংখ্যা ১২৫৮ টি। যার মধ্যে বীজগণিত, পাটিগণিত, পরিসংখ্যান, ত্রিকোণমিতি ইত্যাদির বাংলা ভাষায় ভিডিও দেখা যায় এবং ডাউনলোড করা যায়।

এ ওয়েবসাইটের প্রধান ভাষা ইংলিশ হলেও বর্তমানে এর বিষয়বস্তু স্প্যানিশ, ইতালীয়, বাংলা, হিন্দি, তুর্কি সহ নানান ভাষায়ও পাওয়া যায়। ২০১৬ সালের ২ মার্চ ঢাকায় খান একাডেমির বাংলা সংস্করণ উদ্বোধন করা হয়। এর কার্যক্রম এখনো একই গতিতে অব্যাহত রয়েছে। এভাবেই খান একাডেমি শিক্ষাক্ষেত্রে বিশেষ ভুমিকা রাখছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *