যৌথ পরিবার কাকে বলে?
যে পরিবারে স্বামী-স্ত্রী, সন্তান-সন্ততি,মাতা-পিতা, ভাই-বোন, দাদা-দাদি, ভাইয়ের সন্তান- সন্ততি এমনকি স্ত্রীর ভাই-বোন, পিতা – মাতা সহ একত্রে বসবাস করে তাকে যৌথ পরিবার বলে।
অর্থাৎ, যৌথ পরিবারে মা-বাবা, দাদা-দাদি, চাচা-চাচি ও অন্যান্য পরিজন একসাথে বাস করে। একে বড় পরিবারও বলা হয়। আমাদের দেশে এ ধরণের পরিবার রয়েছে। যৌথ পরিবার মূলত কয়েকটি একক পরিবারের সমষ্টি।