১৯৭১ খ্রিষ্টাব্দের ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের দিনটিকে ঐতিহাসিক দিবস হিসেবে উদযাপন করা হবে। আগামীকাল সোমবার (৭ মার্চ) সব সরকারি ও বেসরকারি এমপিওভুক্ত ননএমপিও স্কুল-কলেজ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইংরেজিমাধ্যম স্কুলসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উদযাপন করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয় ও বিভাগকে দিবসটি উদযাপনের ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। গত ২৫ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে বিষয়টি অধিনস্ত দপ্তরগুলোতে পাঠানো হয়। তবে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ রোববার এ নির্দেশনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে দপ্তর ও সংস্থাগুলোকে জানিয়েছে।

জানা গেছে, গত নভেম্বর মাসে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক ভার্চুয়াল সভায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপনের কর্মসূচি প্রণয়ন করা হয়। এসভায় সব শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়।

সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যরক্ষায় শূন্য ঝুঁকি নিশ্চিত করে স্ব-স্ব কর্মসূচি প্রণয়ন করে দিবসটি উদযাপনের ব্যবস্থা গ্রহণ করবে। কোভিড-১৯ পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজন করতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইংলিশ মিডিয়াম স্কুল ও মাদরাসাগুলো যাতে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করে সে বিষয়ে বিশেষভাবে তত্ত্বাবধান করতে হবে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

২০২০ খ্রিষ্টাব্দে ৭ মার্চকে জাতীয় ঐতিহাসিক দিবস ঘোষণা এবং দিবসটি উদযাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ জারিকৃত এই বিষয়ক পরিপত্রের ‘ক’ ক্রমিকে অন্তর্ভুক্ত করা হয়।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে নভেম্বর মাসে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল সভার কার্যবিবরণী প্রকাশ করেছে। একইসঙ্গে বিভাগের আওতাধীন ভবনগুলো আলোকসজ্জা করতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. শামসুল আলম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমরা আগেও এ নির্দেশনা প্রকাশ করেছিলাম। রোববার আলোকসজ্জা করার নির্দেশনা দিয়ে সভার কার্যবিবরণী প্রকাশ করা হয়েছে।

Rate this post

By Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.