দর্শকদের মন জয় করতে আসছে ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪
অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও দর্শকদের মন জয় করতে প্রচারিত হতে যাচ্ছে দর্শক নন্দিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। শুরু হচ্ছে নাটকটির নতুন সিজন।
আগামী শুক্রবার (১১ মার্চ) থেকে দেখা যাবে দর্শক নন্দিত ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের সিজন-৪ এর নতুন পর্বগুলো। রবিবার (৬ মার্চ) সকালে একটি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ঘোষণাটি দিয়েছে ব্যাচেলর পয়েন্টের পুরো টিম।
এ প্রসঙ্গে নাটকটির নির্মতা ও রচয়িতা কাজল আরেফিন অমি জানান, নাটকটির নতুন সিজনের প্রথম পর্ব আগামী শুক্রবার রাত ৮টা ২৫ মিনিটে প্রচার হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে। এরপর ঐদিন রাত ৯টায় তা উন্মুক্ত হবে ইউটিউব প্লাটফর্ম ধ্রুব টিভিতে। সপ্তাহের প্রতি শুক্র, শনি ও রোববার একই সময়ে নাটকটির নতুন পর্ব গুলো প্রচার হতে থাকবে বলেও জানান তিনি।
নতুন সিজনের এই পর্ব গুলোতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল প্রমুখ।