একটি পুরুষ গ্যামেট (gamete) এবং স্ত্রী গ্যামেট উভয় একত্রিত হয়ে নিষেকের মধ্য দিয়ে যায় এবং একটি নতুন কোষ গঠন করে। একে জাইগোট বলা হয়। এটি একটি নতুন উন্নত ভ্রূণের প্রাথমিক পর্যায়।
জাইগোটে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম (Chromosome) থাকে যার এক সেট (Set) আসে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণু থেকে এবং অন্য সেটটি আসে ও হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু থেকে।
সুতরাং যৌন জননে পুরুষ ও স্ত্রী জনন কোষের মিলনে তৈরি কোষকেই জাইগোট বলে।
অন্যকথায় বলা যায়, জাইগোট হচ্ছে নিষিক্ত ডিম্বাণু যার ক্লিভেজ (Cleavage) প্রক্রিয়া এখনো শুরু হয়নি। ক্লিভেজ প্রক্রিয়া শুরু হবার পর নিষিক্ত ডিম্বাণু তথা জাইগোটকে বলে ভ্রূণ।