যোগান সূচি কাকে বলে? যোগান বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
কোন নির্দিষ্ট সময়ে দাম পরিবর্তনের ফলে বিভিন্ন দামে একটি দ্রব্যের ভিন্ন ভিন্ন যোগান যে তালিকায় দেখানো হয় তাকে যোগান সূচি বলে।
যোগান বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
সাধারণ অর্থে যোগান বলতে বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে যে পরিমাণ দ্রব্য বর্তমান থাকে তাকে বোঝায়। অর্থনীতিতে যোগান বলতে একজন বিক্রেতা কোনো একটি দ্রব্যের যে পরিমাণ একটি নির্দিষ্ট সময়ে এবং একটি নির্দিষ্ট দামে সরবরাহ করতে ইচ্ছুক ও সামর্থ্য থাকে তাকে যোগান বলে। এখানে একটি দ্রব্য, একটি নির্দিষ্ট সময় ও একটি নির্দিষ্ট দামই হলো বিবেচ্য বিষয়। অতএব, বিক্রেতা যে দামে দ্রব্যের যে পরিমাণ বিক্রি করতে ইচ্ছুক থাকে তাকেই অর্থনীতিতে যোগান বলে।