প্রথমবারের মতাে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেরা ফলাফলধারী ৩০ শিক্ষার্থী পেলেন ভাইস চ্যান্সেলর’স এওয়ার্ড ও সাথে আরো ৪ জন পেলেন মুজিববর্ষের পুরস্কার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলােতে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে সেরা ফলাফলধারী ৩০ শিক্ষার্থী প্রথমবারের মতাে ভাইস চ্যান্সেলরস এওয়ার্ড (স্বর্ণপদক) প্রদান করা হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) জুম অ্যাপসের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ভাইস চ্যান্সেলর এওয়ার্ডপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক ও সনদ তুলে দেন। আর রচনা প্রতিযােগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও সনদ তুলে দেন শিক্ষামন্ত্রী । অনুষ্ঠানে দুজন কৃতী শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করেন

এওয়ার্ড প্রাপ্তদের মধ্যে স্নাতক (সম্মান) কোর্সে রয়েছেন ২৬ জন আর স্নাতক (পাস) কোর্সে ৪ জন। স্বর্ণপদকপ্রাপ্ত ৩০ শিক্ষার্থীর মধ্যে ২৫ জনই ছাত্রী। আর মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে আয়ােজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রােজনামচা গ্রন্থদ্বয় থেকে যা শিক্ষণীয়’ শীর্ষক রচনা প্রতিযােগিতায় বিজয়ী ৪ জনকে নগদ অর্থ ও সনদ দেয়া হয়।

Rate this post

By Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.