চলতি হিসাব কাকে বলে? ক্রেডিট কার্ড এর সুবিধা কি কি?
যে হিসাবের মাধ্যমে আমানতকারীকে চাওয়ামাত্র তার আমানতের টাকা পরিশোধ করা হয় তাকে চলতি হিসাব বলে। একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে এই হিসাব খুলতে হয় এবং আমানতকারীরা ব্যাংক চলাকালীন সময়ে যতবার খুশি চেক কেটে তার আমানতের টাকা তুলতে পারে। সাধারণত নগদ টাকার লেনদেনকারী ব্যক্তি, ব্যবসায়ী, প্রতিষ্ঠান ও শিল্পপতির জন্য চলতি হিসাব বেশি উপযোগী। চলতি হিসাব দুই ধরনের হয়ে থাকে। যথাঃ-
১. সাধারণ চলতি হিসাব এবং
২. বিশেষ চলতি হিসাব।
ক্রেডিট কার্ড এর সুবিধা কি কি?
ক্রেডিট কার্ড এর সুবিধাগুলো হচ্ছে–
১. ইন্সটাবাই এর মাধ্যমে বিভিন্ন মেয়াদী কিস্তিতে মুঠোফোন থেকে শুরু করে এয়ার কন্ডিশনার পর্যন্ত কিনে ফেলতে পারবেন।
২. ক্যাশ পকেটে বা, ব্যাংকে থাকা লাগে না। পরবর্তী মাসের বেতনের টাকা থেকেই তাদের দিয়ে দিতে পারবেন আপনার শপিং খরচ।
৩. ক্রেডিট লিমিট অতিক্রম করার আদ পর্যন্ত এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন ইচ্ছেমত।
৪. বিভিন্ন এক্সক্লিউসিভ হোটেলগুলোতে কম্প্লিমেন্টারী গিফট পাওয়া যায়। যেমন: একটি ডিনার প্যাকেজের সাথে আরেকটি ফ্রি কিংবা, বিশেষ ডিসকাউন্ট.. ইত্যাদি।