ব্যাংক হিসাব কাকে বলে? সাধারণ চলতি হিসাব কী বোঝায়?
বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ হলো জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করা। ব্যাংক জনগণের অর্থ যে পদ্ধতির মাধ্যমে হিসাব খুলে জমা করে তাকে ব্যাংক হিসাব বলে। আমানতকারীরা টাকা জমা দিলে তা তার হিসাবে যোগ করা হয় এবং টাকা তুলে নিলে হিসাব থেকে বাদ দেওয়া হয়।
সাধারণ চলতি হিসাব কী বোঝায়?
সাধারণ চলতি হিসাব বলতে প্রচলিত চলতি হিসাবকেই বােঝায়। অর্থাৎ যে হিসাবের মাধ্যমে আমানতকারীরা ব্যাংক খােলা থাকা কালীন সময়ে যতবার খুশি চেক কেটে টাকা উত্তোলন করতে পারে তাকে সাধারণ চলতি হিসাব বলে। সাধারণত ব্যবসায়ীরা এই হিসাব খুলে থাকে এবং নগদ টাকা লেনদেনের ঝুঁকি না নিয়ে চেকের মাধ্যমে লেনদেন করে। এ হিসাবে টাকা রাখলে ব্যাংক আমানতকারীকে কোন সুদ প্রদান করে না।