১২৬৮ সালের ২৫শে বৈশাখ, ১৮৬১ খ্রিস্টাব্দের ৭ই মে মঙ্গলবার কলকাতার জোঁড়াসাঁকোর প্রখ্যাত ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথের জন্ম হয়। রবীন্দ্রনাথ জন্মেছিলেন সোনার চামুচ মুখে নিয়ে। তাঁর পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন তৎকালীন বাঙালিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ধনী। মহর্ষীর নয়জন পুত্র ও ছয়জন কন্যার মধ্যে রবীন্দ্রনাথ ছিলেন চতুর্দশ সন্তান। রবীন্দ্রনাথের ভাই-বোনদের মধ্যে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর, জৌতিরিন্দ্রনাথ ঠাকুর ও স্বর্ণকুমারী দেবী সাহিত্যক্ষেত্রে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন।