তাপবিদ্যুৎ কাকে বলে?

শক্তির অন্যতম উৎস হচ্ছে তাপবিদ্যুৎ। সাধারণত প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, কয়লা ইত্যাদি পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তাকে তাপবিদ্যুৎ বলে।

তাপ বিদ্যুৎ উৎপাদনের ব্যয় পানি বিদ্যুৎ উৎপাদনের তুলনায় অনেক বেশি। দেশের বিদ্যুৎ চাহিদার প্রয়োজন মেটানোর জন্য তাপবিদ্যুৎ উৎপাদন একান্ত প্রয়োজন। বাংলাদেশে কয়েকটি তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। নিচে বাংলাদেশের প্রধান প্রধান তাপবিদ্যুৎ কেন্দ্রসমূহের সংক্ষিপ্ত বিবরণ দেয়া হল।

(১) আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে এ কেন্দ্রটি অবস্থিত। ১৯৭০ সালে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হয়। দ্বিতীয় পর্যায়ের কাজও প্রায় শেষ হয়ে এসেছে। এ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হল ১ লক্ষ ১০ হাজার কিলোওয়াট। প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে এ বিদ্যুৎ উৎপাদন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *