সোফিয়া (Sophia) মানুষের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সামাজিক যোগাযোগ সক্ষম নারী রোবট। হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিক্স এটি তৈরি করে। রোবটিকে এমনভাবে নকশা করা হয় যাতে সে মানুষের আচরণের সাথে খাপ খাইয়ে নিতে ও শিখতে পারে। ২০১৭ সালের অক্টোবর মাসে রোবটটিকে সৌদি আরব নাগরিকত্ব দেয়। সোফিয়া বিশ্বের প্রথম রোবট হিসেবে কোন দেশের নাগরিকত্ব অর্জন করে। ২০১৭ সালের ৫ ডিসেম্বর রোবট সোফিয়া বাংলাদেশ সফরে এসেছিল।
Offcanvas menu