Blog
1 min read

ভোল্টি (VoLTE) কি? এর সুবিধা কি?

VoLTE হচ্ছে ভয়েস কমিউনিকেশনের সবচেয়ে আধুনিক টেকনোলজি। এর মাধ্যমে গ্রাহক 2G বা 3G নেটওইয়ার্ক ব্যবহার না করে সরাসরি 4G  নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস কল করতে পারবেন। ভোল্টির সুবিধাগুলোর মধ্যে রয়েছে ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস কোয়ালিটি, দ্রুত কল কানেক্ট করার ক্ষমতা আর দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ।

VoLTE-এর সুবিধা সমূহ (Benefits of VoLTE)

১। ফাস্টেস্ট কল কানেকশন (Fastest Call Connection) : কল করার সাথে সাথে দ্রুত কল কানেক্ট হয়ে যাবে।

২। আল্ট্রা এইচডি ভয়েস কল (Ultra HD Voice Call) : আল্ট্রা এইচডি ভয়েস কোয়ালিটির কারণে কথা এখন অনেক বেশি পরিষ্কার।

৩। একসাথে ভয়েস কল ও ইন্টারনেট ব্যবহার (Simultaneous Voice & Internet) : এখন ভয়েস এবং ইন্টারনেট সার্ফিং সম্ভব একসাথে, fastest 4G নেটওয়ার্কে।

৪। দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফর্মেন্স (Better Battery Performance) : হ্যান্ডসেটের ব্যাটারি চার্জ অনেক কম খরচ হয় তাই ব্যাটারির চার্জ থাকে আরও বেশি।

VoLTE সার্ভিসটি ব্যবহার করতে যা প্রয়োজন

  • 4 জি কভারেজ
  • 4 জি সিম
  • VoLTE এনাবল্ড হ্যান্ডসেট
  • আপডেটেড ওএস
Rate this post