মুজিবনগর সরকার বলতে কী বোঝায়?
মুজিবনগর সরকার বলতে ১৯৭১ সালের ১০ ই এপ্রিল গঠিত সরকারকে বোঝায়, যাদের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধকে একটি সংগঠিত রূপ দেয়া।
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকার বিভিন্ন নামে পরিচিত ছিল। একে কখনো অস্থায়ী বাংলাদেশ সরকার, আবার কখনো প্রবাসী বাংলাদেশ সরকার নামেও চিহ্নিত করা হতো। তবে এটি মুজিবনগর সরকার নামেই অধিক পরিচিত। ১৯৭১ সালের ১০ ই এপ্রিল গঠিত হয় মুজিবনগর বা অস্থায়ী বাংলাদেশ সরকার। এই সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ ই এপ্রিল। এ সরকারের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ পরিচালিত এবং বাংলাদেশ শত্রুমুক্ত হয়।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকারের ভূমিকা
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকারের ভূমিকা অপরিসীম। নিম্নে তা উল্লেখ করা হলো-
১। মুক্তাঞ্চলে যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও ট্রেনিং প্রদান।
২। মুক্তিযুদ্ধ পরিচালনা। অর্থাৎ মুজিবনগর সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে কয়টি সেক্টরে বিভক্ত করে যুদ্ধ পরিচালনায় শক্তির অভাবে নেতৃত্ব দেয়।
৩। জনগণের মনোভাব ঠিক রাখার জন্য এবং মুক্তিযুদ্ধের চেতনাকে অক্ষুন্ন রাখার জন্য সরকার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও পত্র পত্রিকার মাধ্যমে বিভিন্ন তথ্য প্রচার করে।
৪। বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা।
৫। স্বাধীনতাবিরোধী আন্তর্জাতিক চক্রান্ত প্রতিরোধ গড়ে তোলে।
৬। যুদ্ধের প্রয়োজনীয়তা লক্ষ্য, উদ্দেশ্য, পাকিস্তানি সেনাবাহিনীর অত্যাচার, হিংস্রতা, গণহত্যা, মুক্তিবাহিনীর সাফল্য ইত্যাদি বিষয়ে বহির্বিশ্বে প্রচার করে জনমত সৃষ্টি করে।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “মুজিবনগর সরকার বলতে কী বোঝায়?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।