সরলাক্ষ কাকে বলে? সমবর্তিত ও অসমবর্তিত আলোর মধ্যে পার্থক্য কি?

সকল দ্বৈত প্রসারক কেলাসের এমন একটি নির্দিষ্ট অভিমুখ থাকে যে দ্বৈত প্রতিসরণ দ্বারাই আলোক প্রতিসৃত হয়। কেলাসের ঐ অভিমুখকে সরলাক্ষ বলে।

সমবর্তিত ও অসমবর্তিত আলোর মধ্যে পার্থক্য কি?
সমবর্তিত ও অসমবর্তিত আলোর মধ্যে নিম্নলিখিত পার্থক্য পরিলক্ষিত হয় :

অসমবর্তিত আলোক

  • স্বাভাবিক আলোক তরঙ্গ যা এর গতির অভিমুখের সাথে লম্বভাবে চারিদিকে সমান বিস্তারে কম্পিত হয়, তাকে অসমবর্তিত আলোক বলে।
  • অসমবর্তিত আলোকের কম্পনের অভিমুখ প্রতি সেকেন্ডে বহুবার পরিবর্তিত হয়।
  • অসমবর্তিত আলোকের কোনো প্রকারভেদ নেই।

 

সমবর্তিত আলোক

  • একটি তলে বা এর সমান্তরাল তলে কম্পমান আড় তরঙ্গ বিশিষ্ট আলোককে সমবর্তিত আলোক বলে।
  • কিন্তু সমবর্তিত আলোকের কম্পনের অভিমুখ একটি নির্দিষ্ট তলে আবদ্ধ থাকে।
  • সমবর্তিত আলোক তিন প্রকারের হতে পারে। যথাঃ (ক) রেখা সমবর্তন, (খ) বৃত্তীয় সমবর্তন এবং (গ) উপবৃত্তীয় সমবর্তন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *